পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 2:22 PM IST

ETV Bharat / entertainment

বক্সঅফিস লড়াইয়ে ইয়ামি-বিদ্যুৎ, প্রথম তিন দিনে বাজিমাত কার

Crakk vs Article 370 Box Office Day 3: বক্সঅফিসে একই দিনে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে আর্টিকেল 370 ও স্পোর্টস অ্যাকশন ছবি ক্র্যাক ৷ 3 দিনের মাথায় কে রইল এগিয়ে, কেইবা পিছিয়ে?

Etv Bharat
বক্সঅফিস লড়াইয়ে ইয়ামি-বিদ্যুৎ

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি:বক্সঅফিসে একসঙ্গে ছবির লড়াই নতুন বিষয় নয় ৷ তবে কোন ছবি দর্শক দরবারে হিট হল, সেটাই আসল বিষয় ৷ 23 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'আর্টিকেল 370' ও 'ক্র্যাক' ৷ ইয়ামি গৌতম ও বিদ্যুৎ জামাল বক্সঅফিসে সম্মুখ সমরে ৷ তিনদিনের লড়াইয়ে এগিয়ে গিয়েছে ইয়ামি গৌতমের 'আর্টিকেল 370' ছবি ৷ পিছিয়ে গিয়েছে বিদ্যুৎ-এর অ্যাকশনাধর্মী 'ক্র্যাক' ৷

তিন দিনের মাথায় 'আর্টিকেল 370' আয় করেছে 9.5 কোটি টাকা ৷ সেই তুলনায় ক্র্যাকের ঘরে এসেছে মাত্র 2.4 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী সুভাষ জামভালে পরিচালিত ইয়ামি গৌতম অভিনীত আর্টিকেল 370 রবিবার পর্যন্ত মোট আয় করেছে 22.8 কোটি টাকা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তরফে জম্মু-কাশ্মীরের আর্টিকেল 370 রোধ করার উপরেই তৈরি হয়েছে এই ছবি ৷ প্রথমদিন এই ছবি ঘরে তুলেছে 5.9 কোটি টাকা ৷ অন্যদিকে, ক্র্যাক সেই জায়গায় আয় করেছে 4.25 কোটি টাকা ৷

মুক্তির পর থেকে ইয়ামি গৌতমের ছবি দর্শক মহলে যেমন প্রশংসিত হয়েছে তেমনই তা বক্সঅফিসে ধীরে ধীরে ছাপও ফেলছে ৷ রবিবার বক্সঅফিসে এই ছবির আয় হয়েছে 9.5 কোটি টাকা ৷ এর আগের দিন অর্থাৎ শনিবার আয় হয়েছে 7.5 কোটি টাকা ৷ অর্থাৎ দ্বিতীয় দিন 28.38 শতাংশ আয় ছিল 'আর্টিকেল 370' ছবির ৷ রবিবার সেই শতাংশ বেড়েছে 33.79-এ ৷ অন্যদিকে, 'ক্র্যাক' রবিবার আয় করেছে 2.4 কোটি টাকা ৷ সব মিলিয়ে ছবির আয় মাত্র 8.8 কোটি টাকা ৷ বিদ্যুৎ জামালের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অর্জুন রামপাল, নোরা ফতেহি ও অ্যামি জ্যাকসনকে ৷

ABOUT THE AUTHOR

...view details