হায়দরাবাদ, 26 অক্টোবর:দিওয়ালিতে এবার ডবল ধামাকা! 'ভুল ভুলাইয়া 3'-র দরজা খুলতে আসছেন রুহ বাবা অর্থাৎ কার্তিক আরিয়ান ৷ আর এবার তাঁকে পাল্লা দিতে হবে দুই মঞ্জুলিকার সঙ্গে ৷ ট্রেলারে তেমনই চমক আপাতত ধরা পড়েছে ৷ রহস্যের পর্দাফাঁস হবে দিওয়ালিতে ৷ তার আগে মুক্তি পেল ছবির আইকনিক গান 'আমি যে তোমার 3.0..' ৷
মুম্বইয়ে ধুমধাম করে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ ৷ মঞ্চে গ্ল্যামারাস দুই অভিনেত্রী বিদ্যা-মাধুরীর থেকে নজর সরানো মুশকিল ৷ স্টেজেই 'আমি যে তোমার...' গানে দুই অভিনেত্রীর নাচ ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ তবে এই প্রোমোশনে এসে বিদ্যা বাঁচলেন বড় বিপদের হাত থেকে ৷ 'আমি যে তোমার' গানে মঞ্চে নাচ শুরু করেন মাধুরী ও বিদ্যা ৷ তারপরেই ঘটে বিপত্তি ৷ আচমকাই মঞ্চে পড়ে যান বিদ্যা ৷ সেই ভিডিয়ো দেখে চিন্তিত হয়ে পড়েন নেটিজেনরা ৷
বিদ্যা-মাধুরীর স্টানিং ডান্স পারফর্ম্যান্স (এএনআই) পড়ে গেলেও মুহূর্তে সামলে নেন অভিনেত্রী ৷ কেউ কিছু বোঝার আগেই দ্রুত ফিরে আসেন নাচের স্টেপে ৷ মাধুরীর সঙ্গে তাল মিলিয়ে হাসি মুখে নাচ শেষ করেন বিদ্যা ৷ তা দেখে অনেক নেটিজেন বিদ্যার বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন ৷ অনেকে আবার বিদ্যার পা নিয়ে চিন্তাও প্রকাশ করেছেন ৷ ভিডিয়ো দেখে অনেক অনুরাগী মনে করছেন, নাচতে গিয়ে হয় পা ফসকে গিয়েছে অথবা শাড়ির পাড় জড়িয়ে গিয়ে পড়ে গিয়েছেন অভিনেত্রী ৷
নাচ শেষ হলে উপস্থিত দর্শকদের মধ্যে ওঠে হাততালির ঝড় ৷ তবে মাধুরীকে সামনে পেয়ে যেন পায়ের ব্যথা ভুলে নিজের ইচ্ছা প্রকাশ করেন বিদ্যা ৷ তিনি ফিরে যান প্রথমবার মাধুরীকে পর্দায় 'তেজাব' ছবির 'এক দো তিন' গানে দেখার সেই মুহূর্তে ৷ বিদ্যা বলেন, "আমার একটা স্বপ্ন পূরণ হল ৷ আমিও তাঁর মতো নাচতে চাই ৷ যদিও আমি পড়ে গিয়েছি ৷ তবে মাধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা দুর্দান্ত ৷"
আনিজ বাজমি পরিচালিত, ভূষণ কুমার প্রযোজিত 'ভুল ভুলাইয়া 3' হরর-কমেডি এক্সপেরিয়েন্স পর্দায় আনতে চলেছেন ৷ কার্তিক আরিয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তৃপ্তি দিমরিকেও ৷ পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির দ্বিতীয় গান 'জানা সমঝো না...' ৷ আদিত্য রিখারির এই গান পুনরায় ফিরিয়ে আনা হয়েছে ৷ গেয়েছেন আদিত্য ও তুলসী কুমার ৷ মিউজিক দিয়েছেন লিজো জর্জ, ডিজে চিতাস ও আদিত্য রিখারি ৷ পয়লা নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি ৷ দিওয়ালি বক্সঅফিসে এই ছবির সঙ্গে জোর টক্কর হতে চলেছে রোহিত শেঠ্ঠীর 'সিংঘম এগেইন'-এর সঙ্গে ৷