পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ছাওয়া'র প্রচারে কলকাতায়, স্পষ্ট বাংলায় ছবি দেখার আর্জি ভিকি কৌশলের - VICKY KAUSHAL IN KOLKATA

এ বছর ভ্যালেন্টাইন্স ডে নয়, এ বছর হবে ছাওয়া ডে ৷ কলকাতায় প্রচারে এসে অনুরাগীদের একথা বলেন ভিকি কৌশল ৷

ETV BHARAT
'ছাওয়া'র প্রচারে কলকাতায় ভিকি কৌশল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 7, 2025, 8:20 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি:14 ফেব্রুয়ারি বড় পর্দায় আসছে 'ছাওয়া'। ছত্রপতি শিবাজির জীবন কাহিনি নির্ভর এই ছবিতে শিবাজির পুত্রের ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে । ছবি মুক্তির আগে শুক্রবার তিনি প্রচারে এলেন মহানগরীতে ৷

লক্ষ্মণ উতেকার পরিচালিত ফিল্মের প্রচারে কলকাতায় এসে ভিকি স্পষ্ট বাংলায় বলেন, "এ বছর ভ্যালেন্টাইন্স ডে নয়, এ বছর 'ছাওয়া ডে'। বাড়ির বাচ্চাদের নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে এই সিনেমা দেখতে যাবেন ।"

তিনি আরও বলেন, "মহারাজের আশীর্বাদে সবটা সম্ভব হয়েছে । যে পরিস্থিতিতে আমরা কাজ করেছি সেটা ওঁর আশীর্বাদ না থাকলে সম্ভব হত না ।"

বাংলায় ছবি দেখার আর্জি ভিকি কৌশলের (ইটিভি ভারত)

এই ছবিতে ভিকির বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা । ভিকির কাছে জানতে চাওয়া হয়, ভালো থাকতে তিনি কী করেন এবং এই চরিত্রে অভিনয় করার জন্য নিজেকে কীভাবে মানসিকভাবে প্রস্তুত করলেন ?

ভিকির জবাব, "আমি মানসিকভাবে ভালো থাকি সবসময় । আমি পরিবারের সঙ্গে সময় কাটাই, ভালো ভালো খাবার খাই, আর জীবন থেকে নেগেটিভ জিনিস বাদ দিই ।"

'ছাওয়া'র প্রচারে কলকাতায় ভিকি কৌশল (নিজস্ব চিত্র)

ভিকি এদিন বলেন, "শিবাজিকে আমরা ইতিহাসের পাতায় পড়েছি । তাই কম বেশি সকলেই আমরা তাঁকে চিনি । আর পরিচালক ছিলেন । আমাদের গাইড করেছেন । আমি এমনিতেও বই খুব কম পড়ি । আরেকটা কথাও বলব, অভিনয়কে আমি থিওরি বানাতে চাই না । কনসেপ্ট বানাতে চাই ।"

মহানগরীতে ভিকি কৌশল (নিজস্ব চিত্র)

বায়োপিকে কাজ করা কতটা চ্যালেঞ্জিং ? এই প্রশ্নের উত্তরে ভিকি বলেন, "যে কোনও বায়োপিকে অভিনয় করা মানেই খুব দায়িত্ব । যাঁরা সেই ব্যক্তিকে ভালোবাসেন, তাঁকে পর্দায় দেখে কারও যেন আঘাত না লাগে । এমনভাবে যাঁরা তাঁকে ভালোবাসেন, তাঁকে নিয়ে তাঁদের ইমোশন আছে ৷ তাঁদের যেন খারাপ না লাগে, সেদিকেও খেয়াল রাখতে হয় ।"

প্রিয়া সিনেমাহলের ছাদে ভিকি (নিজস্ব চিত্র)

এদিন দক্ষিণ কলকাতার ব্যস্ত প্রিয়া সিনেমাহলে ছবির প্রচারে আসেন ভিকি কৌশল । তিনি মঞ্চে ওঠার আগে ছবির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা । প্রেক্ষাগৃহের ছাদ থেকে উপস্থিত ভক্তদের উদ্দেশে হাত নাড়েন অভিনেতা । জানান, এই শহরকে তাঁর ভালোবাসার কথা ।

ABOUT THE AUTHOR

...view details