পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আল্লু অর্জুন-শ্রীলীলার 'কিসিক' কেমিস্ট্রি! বাংলায় আইটেম গানে উজ্জয়িনী - Exclusive - UJJAINI BENGALI KISSIK SONG

'স্ত্রী 2' ছবির আইটেম গান 'আজ এই রাত' গেয়ে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন শিল্পী উজ্জয়িনী মুখোপাধ্য়ায় ৷ এবার শোনা যাবে 'পুষ্পা 2'-এর আইটেম গান 'কিসিক' ৷

Ujjaini Mukherjee
বাংলায় 'কিসিক' গানের নেপথ্যে উজ্জয়িনী (ফিল্ম পোস্টার/সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 23, 2024, 4:55 PM IST

হায়দরাবাদ, 23 নভেম্বর: মুক্তির অপেক্ষায় 'পুষ্পা 2' ছবির আইটেম গান 'কিসিক' ৷ আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা অভিনীত ছবির আইটেম গানে এবার দেখা যাবে ডান্সিং কুইন শ্রীলীলাকে ৷ রবিবার সন্ধ্যেবেলা ঝড় তুলতে আসছে এই গান৷ হিন্দি, কন্নড়, তামিলের পাশাপাশি বাংলাতেও আসছে আইটেম গান 'কিসিক' ৷ বাংলা থেকে সেই গানে কণ্ঠ দিয়েছেন উজ্জয়িনী মুখোপাধ্য়ায় ৷ বাংলা ও হিন্দি গানের জগতে তাঁর নিত্য যাতায়াত ৷ এবার একেবারে দক্ষিণী ছবির বাংলা রিমেক গানে ৷ 'কিসিক' গানে জার্নি শুরু কীভাবে, শুনল ইটিভি ভারত ৷

ইটিভি ভারতঃ 'পুষ্পা 2' এবার বাংলা ভার্সনেও মুক্তি পাচ্ছে ৷ আইটেম গানের প্রস্তাব এল কীভাবে?

উজ্জয়িনীঃ আসলে 12 ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে ৷ আমাদের জীবনে এইভাবেই সুযোগ আসে, যখন আসে ৷ আমি একটা কাজের জন্য মুম্বই গিয়েছিলাম মিউজিক রিহার্সালের জন্য ৷ তার আগের দিন রাতে আমার কাছে প্রথম মেসেজ আসে পরিচিত সঙ্গীত শিল্পী তিমির বিশ্বাসের কাছ থেকে ৷ তিমির দা আমাকে কিছু গানের রেকর্ড পাঠাতে বলে ৷ আমিও পাঠিয়ে দিই ৷ তারপর একটা মেসেজ আসে দেবী শ্রী প্রসাদ টিমের তরফে (পুষ্পা 2-এর মিউজিক ডিরেক্টর ) ৷ আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না ৷ তারপর যখন আমার তিমিরদার সঙ্গে কথা হয় তখন জানতে পারি আমার পাঠানো গান ওদের ভালো লেগেছে ৷ ওরা কিছু একটা রেকর্ড করতে চায় ৷ তখনও জানতাম না, যে আমি ছবির আইটেম গান গাইতে চলেছি ৷

ইটিভি ভারতঃ তারপর?

উজ্জয়িনীঃ আমি ভাবলাম ঠিক আছে ৷ ভালো কথা ৷ কিন্তু সেটা যে আগামী 12 ঘণ্টার মধ্যে হবে আমি কল্পনা করিনি ৷ মুম্বইতে রিহার্সাল শেষ করে সেখান থেকে চেন্নাইয়ের ফ্লাইট ধরি ৷ সেখানে ফ্লাইট লেট হয় ৷ আমি পৌঁছাই প্রায় রাত 12টা নাগাদ ৷ আমি প্রথমবার চেন্নাই গিয়েছি ৷ কাউকে চিনি না, জানি না ৷ বেশ ভয় করছিল একা একা ৷ সেখান থেকে আমি স্টুডিয়ো পৌঁছাই রাত 12টা 44 মিনিটে ৷ তারপর সেই রাতেই গান রেকর্ড করি ৷

ইটিভি ভারতঃ কেমন ছিল গান রেকর্ডের অভিজ্ঞতা?

উজ্জয়িনীঃ বেশ ভালো ৷ তবে রেকর্ডিংয়ে বেশি কেউ ছিলেন না ৷ এসপি অভিষেক নামে একজন ছিলেন আর সাউন্ড ইঞ্জিনিয়র বিষ্ণু ছিলেন ৷ আর ফোনে যে মানুষটা ভীষণভাবে ছিলেন তিনি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷ পুষ্পা 2 ছবির সংলাপ, গানের বাংলা ভার্সন যিনি লিখেছেন ৷ তেলেগু থেকে এত সুন্দর আর সহজ ভাবে ট্রান্সলেট করেছেন ভাবা যায় না ৷ আমি এর আগে তেলুগুতে গেয়েছি ৷ ভাষা কিছুটা জানা হলেও অতটা নয় ৷ ফলে শ্রীজাতদার জন্য আমি এই গানটা অনেক সহজে গাইতে পেরেছি ৷ গান গাওয়ার পর আমি রাত 2টোর সময় শ্রীজাতদা'কে ধন্যবাদ জানিয়ে মেসেজও করেছিলাম ৷ বলেছিলাম, তুমি না থাকলে কাজটা এত সহজে করতে পারতাম না ৷ তারপর শুনেছি, গানটা সকলের ভালো লেগেছে ৷ ডিএসপি স্যারেরও খুব ভালো লেগেছে ৷ উনি গান শুনে 'পারফেক্ট' মন্তব্য করেছেন ৷ বাকিটা শ্রোতারা বলবেন ৷

ইটিভি ভারতঃ হিন্দি গানের বাংলা ভার্সন এখন নতুন ট্রেন্ড ৷ কতটা গুরুত্বপূর্ণ?

উজ্জয়িনীঃ আগে যখন একটা হিন্দি সিনেমা বা তেলুগু সিনেমার ভার্সনে বাংলাকে ধরা হত না ৷ আমার এটা দেখে ভালো লাগছে যে দর্শকরা এবার বাংলা ভার্সনের ট্রেন্ড পছন্দ করছেন ৷ আমাদের এখানে দর্শকদের এনগেজমেন্ট বেড়েছে বলে বাংলাতেও গান তৈরি হচ্ছে ৷ এই পরিবর্তনকে স্বাগত জানাই ৷ দিনের শেষে বাংলার সঙ্গীতশিল্পীদের কাছে কাজের সুযোগ বা দরজা আরও বেশি খুলে যাচ্ছে ৷

ইটিভি ভারতঃ 'পুষ্পা 1' ছবিতে 'ও অন্তাভা' আইটেম গান ভাইরাল ৷ বাংলাতেও 'কিসিক' সেই জায়গা তৈরি করতে পারবে?

উজ্জয়িনীঃ আমি এই কাজটা সরার সময় কোনও রকম রেফারেন্স পাইনি ৷ ফলে নিজের মতো করে গানে ফোকাস করেছি ৷ নিজের মতো করে চেষ্টা করেছি ৷ টিমের তরফ থেকে 'ওকে' করা হয়েছে ৷ তারপর দেখার দর্শক কি বলছে ৷ আমি চাইব, এই গান যাতে সকলের ভালো লাগে ৷ তবে একটা তেলুগু সিনেমার বাংলা ভার্সন আসছে, এই পরিবর্তনে আমি ভীষণ খুশি ৷ আমি যা গেয়েছি, তারপর আমিও ফাইনাল কাট শুনিনি ৷ অবশেষে সেই গান আমিও শুনব ৷ আশা করি, দর্শকদেরও ভালোবাসা পাবো ৷

প্রসঙ্গত, সঙ্গীত দুনিয়ার পরিচিত মুখ তথা শিল্পী শ্রীজাত বন্দ্যোপাধ্যায় 'পুষ্পা 2' বাংলার ভার্সনে গানের পাশাপাশি ছবির সংলাপও লিখেছেন ৷ সেই তথ্য সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগও করে নেন শিল্পী ৷ অন্যদিকে, 'পুষ্পা 2' ছবির বাংলায় টাইটেল সং গেয়েছেন শিল্পী তিমির বিশ্বাস ৷ এবার আইটেম গানে বাংলার আরেক শিল্পী উজ্জয়িনী মুখোপাধ্য়ায় ৷ 'পুষ্পা 2' এর সংলাপ ধার করেই বলা যায় ছবির বাংলার ভার্সনও 'ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার হবে' ৷

ABOUT THE AUTHOR

...view details