হায়দরাবাদ, 24 জানুয়ারি: অস্কারের জন্য মনোনীত হল ভারত ভিত্তিক তথ্যচিত্র 'টু কিল এ টাইগার' ৷ 2024 সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচারের তালিকায় জায়গা করে নিয়েছে ইন্দো-কানাডিয়ান পরিচালক নিশা পাহুজার এই তথ্যচিত্রটি । নিশা পাহুজার এই তথ্যচিত্রে দৃশ্যায়িত হয়েছে ঝাড়খণ্ডের একটি পরিবারের মর্মান্তিক গল্প ৷ একটি তেরো বছর বয়সি বালিকার উপর যৌন নিপীড়নের ঘটনা ঘটে ৷ দোষীদের শাস্তি দেওয়ার জন্য মেয়েটির বাবা কতদূর যেতে পারে তারই গল্প বলে 'টু কিল এ টাইগার' ৷
দিল্লিতে জন্মগ্রহণ করলেও বর্তমানে কানাডায় থাকেন নিশা পাহুজা ৷ তাঁর পরিচালিত এই তথ্যচিত্রটি রঞ্জিতের জীবনের লড়াইয়ের তুলে ধরে ৷ যার মেয়েকে অপহরণ ও যৌন নির্যাতন করা হয় ৷ কিন্তু এই ঘটনার পর তিন অভিযুক্তের শাস্তির বদলে তাদের পক্ষ নেয় গ্রামবাসীরা ৷ এমনকী মেয়েটির পরিবারকে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করা হয় । মেয়েকে ন্যয়বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করে চলে এক অসহায় পরিবার ৷
'টু কিল এ টাইগার' তথ্যচিত্রটি 10 সেপ্টেম্বর 2022 সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল । পাশাপাশি 2023 সালের জুনে সিনেমাটি উত্তর আমেরিকার লাইটহাউস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয় । তথ্যচিত্রটির অ্যাকাডেমি পুরস্কারে মনোনয়ন নিয়ে নিশা পাহুজা বলেন, "এই তথ্যচিত্র অস্কারে মনোনীত হয়েছে কারণ ভারতের একজন কৃষক, তাঁর স্ত্রী এবং তাদের 13 বছর বয়সি মেয়ে সাহস করে মানবাধিকার দাবি করেছিল ৷ এটি আমাদের আশা যে এই তথ্যচিত্রটি অন্য নিপীড়িতদের ন্যায়বিচার পেতে উৎসাহিত করবে এবং পুরুষরা লিঙ্গ সমতার জন্য আমাদের লড়াইয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে ৷"