কলকাতা, 5 অগস্ট: নাট্যজগতে এখনও গড়ে ওঠেনি কোনও ইন্ডাস্ট্রি। নেই কোনও স্বঘোষিত নেতার দাদাগিরি। নেই অযথা নিয়মের বেড়াজাল। নিজেদের অন্যান্য সব কাজ সামলে নিছকই ভালোবাসার টানে থিয়েটার শিল্প বাঁচিয়ে রাখার তাগিদে একাধিক অভিনেতা, নির্দেশকেরা হাজির হন মঞ্চে। ঘণ্টার পর ঘণ্টা লাইভ পারফরম্যান্স দেখানোর পর যে খুব বেশি টাকা অর্জন হয় তাও নয়। তবুও সরকারি অনুদান নিতে চায় না অনেক নাট্যদল। একইভাবে আজও নাটকপাড়ায় তৈরি হয়নি কোনও ইন্ডাস্ট্রি। যেটা নিয়ে আগ্রহ, উৎসাহ, তৎপরতা থাকবে সরকারের। এই ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া উঠে এল ইটিভি ভারতের ক্যামেরায়।
সাম্প্রতিককালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হাল হকিকত দেখে একালের নাট্য নির্দেশক প্রান্তিক চৌধুরী (ব্যারাকপুর ব্রাত্যজন) বলেন, "আমাদের থিয়েটারে কোনও ইন্ডাস্ট্রি নেই, তাই এখনও শান্তিতে আছি। থাকলে শান্তি থাকত না।" রেডিও জকি তথা অভিনেতা সায়ন ঘোষ এই প্রথম পা রাখলেন নাট্য দুনিয়ায়। তিনি বলেন, "সিনেমার থেকে নাটকে অনেক শান্তি। এখানে স্বার্থ বলতে একটাই, দলবদ্ধ হয়ে একটা ভালো কাজ দেওয়া। এখানে সবাই নিজেদের মতো কাজ করেন। চোখরাঙানির জায়গা নেই।" তবে, এঁরা দুজনেই আবার বলেন, "পেটের কথা ভেবে বলছি, থিয়েটারেও ইন্ডাস্ট্রি আসা দরকার। তাতে জটিলতা বাড়ে বাড়ুক। খেয়ে পরে তো বাঁচব। পকেটে টাকা থাকলে অনেক বড় বড় সমস্যা নিমেষে মেটানো যায়। সমস্যাকে সমস্যা বলে মনে হয় না। কাল কী খাব সেই চিন্তা না থাকলে বাকি সব সমস্যা মিটিয়ে ফেলা যায়।"
প্রান্তিক চৌধুরী আরও বলেন, "থিয়েটার থেকে সেরকম আয় হয় না। সবাই সরকারের সাহায্য নেয় না। আমরা ব্যারাকপুরের ব্রাত্যজন কোনও সরকার থেকেই অনুদান নিই না। আমরা থিয়েটার কোম্পানিতে বিশ্বাসী। যদিও এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না। চেষ্টা করছি।" প্রান্তিকের মতে, "কোনও সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত থাকে যেখানে, সেখানে নতুন কিছু গড়ে উঠতে পারে না। সরকার সব সমান। কেউ বেশি খারাপ, কেউ কম খারাপ।"