পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আসছে স্বস্তিকা ও বিক্রম অভিনীত 'দুর্গাপুর জংশন', প্রকাশ্যে ছবির মোশন পোস্টার - DURGAPUR JUNCTION

আমেরিকার বুকে ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে দুর্গাপুরের প্রেক্ষাপটে ফেলে তৈরি করা হয়েছে 'দুর্গাপুর জংশন' ছবিটি ৷ সামনে এল দুর্গাপুর জংশনের অফিসিয়াল মোশন পোস্টার ৷

Durgapur Junction
25 এপ্রিল মুক্তি পাচ্ছে স্বস্তিকা ও বিক্রম অভিনীত 'দুর্গাপুর জংশন' (নিজস্ব ছবি)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 24, 2025, 3:20 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আগামী 25 এপ্রিল মুক্তির পথে স্বস্তিকা মুখোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায় ও একাবলি খান্না অভিনীত 'দুর্গাপুর জংশন' । অন্যান্য চরিত্রে রয়েছেন রাজদীপ সরকার, প্রদীপ ধর-সহ আরও অনেকে । ইতিমধ্যেই হাজির হয়েছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত এই ছবির অফিশিয়াল মোশন পোস্টার । 'শিবপুর’ বিতর্ক পিছনে ফেলে আমেরিকার বুকে ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে দুর্গাপুরের প্রেক্ষাপটে অরিন্দম ভট্টাচার্য বানিয়েছেন এই থ্রিলার জঁরের ছবিটি ।

ছবির গল্পের দিকে তাকালে দেখা যাবে, দুর্গাপুরের বুকে ঘটছে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা । ওষুধের বিষক্রিয়াই এর কারণ বলে ধরা হচ্ছে । কিন্তু সত্যিই কি তাই ? মৃত্যু নাকি একেবারে পরিকল্পিত সিরিয়াল কিলিং। তা স্পষ্ট নয় কারোর কাছে । মোশন পোস্টারে দেখা যাচ্ছে, অন্ধকার রাস্তায় লুটিয়ে পড়ছে একটা হাত । মুঠো খুলতেই ছিটকে পড়ল ওষুধের বড়ি । আর পোস্টারের ক্যাপশনে লেখা, "ট্র্যাক সেটিংয়ের কাজ চলছে, এবার যাত্রা শুরু হবে ৷ আপনাদের সামনে দুর্গাপুর জংশনের অফিসিয়াল মোশন পোস্টার ৷ সঙ্গে থাকুন ৷"

'দুর্গাপুর জংশন' ছবিতে সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চৌধুরী । সম্পাদনায় সুজয় দত্ত রায়, সিজিআই ও ভিএফএক্স সামলেছেন শুভায়ণ চন্দ্র ।

প্রকাশ্যে ছবির মোশন পোস্টার (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, 'নিখোঁজ 2' আসার পর দর্শকের কাছে বিপুল সমাদর পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । সম্প্রতি তিনি শেষ করেছেন সায়ন্তন ঘোষালের ছবি 'অশনি'র কাজ । 'অশনি'তে স্বস্তিকা ছাড়াও রয়েছেন শিলাজিৎ মজুমদার, দিতিপ্রিয়া রায়, গৌরব চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য ও সুমনা দাস । কলকাতার নানান লোকেশনে হয়েছে এই ছবির শুটিং । ছবির গল্প খুব বেশি প্রকাশ্যে আনেননি পরিচালক । তবে, মূলত কলকাতায় গড়ে ওঠা বস্তি এবং সেই বস্তি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্রে রেখে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে এই ছবির গল্প ।

ABOUT THE AUTHOR

...view details