পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

চুপিসারে উদয়পুরে বিয়ে সারলেন তাপসী পান্নু, সোশালে ছবি ফাঁস বোনের - TAAPSEE PANNU MARRIES MATHIAS BOE - TAAPSEE PANNU MARRIES MATHIAS BOE

Taapse Pannu Gets Married: বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী তাপসী পান্নু ৷ দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে উদয়পুরে সাত পাকে বাঁধা পড়েন তাপসী ৷ যদিও এখনও অফিসিয়ালি সোশাল মিডিয়ায় জানাননি নবদম্পতি ৷

Taapse Pannu gets hitched
বিয়ে সারলেন তাপসী পান্নু

By ETV Bharat Bangla Team

Published : Mar 25, 2024, 4:58 PM IST

হায়দরাবাদ, 25 মার্চ: তিনি প্রেম করেছেন প্রকাশ্যে ৷ কোনওরকম লুকোচুরিতে না-গিয়ে প্রাক্তন ড্যানিশ শাটলারের সঙ্গে চুটিয়ে প্রেম সেরেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ৷ তবে বিয়েটা যে চুপিসারে সেরে ফেলবেন, তা আন্দাজ করতে পারেননি তাঁর অনুরাগীরা ৷ উদয়পুরে কাছের বন্ধু ও প্রিয়জনদের সাক্ষী রেখে দীর্ঘদিনের বন্ধু তথা প্রেমিক ম্যাথিয়াস বোয়ে'র সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী ৷ নবদম্পতি বিয়ের কথা না-জানালেও বিয়ের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাপসীর বোন শগুন পান্নু ৷

বিয়ে সারলেন তাপসী পান্নু

জানা গিয়েছে, মার্চের 20 তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান ৷ সূত্রের খবর, 23 মার্চ শনিবার বিয়ে সম্পন্ন হয় তাপসি-ম্যাথিয়াসের ৷ বিয়েতে উপস্থিত ছিলেন পাভেল গুলাটি ও অনুরাগ কাশ্যপ ৷ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, উদয়পুরে গোপনীয়তা বজায় রেখে এই বিয়ে সম্পন্ন হয়েছে ৷ প্রি-ওয়েডিং সেরেমনি শুরু হয়েছিল 20 মার্চ ৷ তারকা জুটি চাননি, তাঁদের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে কোনও রকম মাতামাতি হোক ৷ তাই স্পেশাল দিনটা চুপিসারেই সেরেছেন তারকা দম্পতি ৷

জানা গিয়েছে, বলিউডের খুব বেশি তারকা এই বিয়েতে উপস্থিত ছিলেন না ৷ তাপসীর দোবারা ও থাপ্পড় ছবির কো-স্টার পাভেল গুলাটি হাজির হয়েছিলেন বিয়েতে ৷ অন্যদিকে, পরিচালক অনুরাগ কাশ্যপও ছিলেন সেই তালিকায় ৷ ছিলেন কণিকা ধীলন ও তাঁর স্বামী হিমাংশু শর্মা ৷ কণিকা বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ অন্যদিকে, পাভেল শেয়ার করেন প্রি-ওয়েডিং সেরেমনির ছবি ৷ পাশাপাশি, তাপসীর বোন শগুণ পান্নু ও কাজিন ইভানিয়া পান্নুও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিয়ের ছবি ৷ নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷

ABOUT THE AUTHOR

...view details