পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সিনেমার কাজে হাত দিলেই লাগু নয়া নিয়ম! ফের দ্বন্দ্ব শুরু - Federation New Rules - FEDERATION NEW RULES

Federation New Rules in Tollywood Industry: কোনও বাংলা সিনেমা শুট করার আগে জমা রাখতে হবে 5 লাখ টাকা ৷ ইমপা ও ফেডারেশনের নতুন কিছু প্রস্তাব বা নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন টলিপাড়ার পরিচালক-প্রযোজকরা ৷

Federation New Rules in Tollywood Industry
ইমপা এবং ফেডারেশনের বার্ষিক বৈঠক (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 26, 2024, 12:20 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: ইমপা এবং ফেডারেশনের বার্ষিক বৈঠকের প্রস্তাবের খবর ছড়িয়ে পড়তেই সরগরম টলিপাড়া। যে প্রস্তাব রাখা হয়েছে পরিচালক ও প্রযোজকদের জন্য তা সিনেমার জন্য কতটা ফলপ্রসু হবে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ এমনকী, ফেডারেশনের বেশ কিছু সিদ্ধান্তের কারণে বাংলা সিনেমার ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকারের দিকে যাচ্ছে এমন মন্তব্যও উঠে আসে নেটপাড়ায় ৷

এই বিষয়ে ইমপার চেয়ারম্যান পিয়া সেনগুপ্ত বলেন, "এগুলো সবই প্রস্তাব। এখনও সিদ্ধান্ত হয়নি।"অন্যদিকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকরী হতে পারে টলিউডে।

আলোচিত প্রস্তাব...

  • 30 লক্ষ টাকা একটি চলচ্চিত্রের বাজেট হলে কলাকুশলীদের সংখ্যা, সরঞ্জাম ইত্যাদির বিষয়ে যথাযথ বিবেচনা করা হবে।
  • দৈনিক ভিত্তিতে ফিল্মের শুটিংয়ের সময়কাল এখন সীমাবদ্ধ থাকবে। টানা 28-29 ঘণ্টা ধরে অমানবিকভাবে শুটিং করা যাবে না।
  • একটি চলচ্চিত্রের একজন প্রযোজককে এখন শুট শুরুর আগে ইমপাকে 5 লাখ টাকা অগ্রিম দিতে হবে। কেন না অনেক প্রযোজকের টাকা এখনও দেওয়া বাকি।
  • কেউ ইউটিউবে ভিডিও, রিলস, শর্ট ফিল্ম বানাতে চাইলে সরাসরি কথা বলতে পারেন। প্রয়োজন অনুযায়ী সেখানে কলাকুশলী দেওয়া হবে এবং সেই মতো বাজেট ঠিক হবে।"

এই বিষয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, "এটা নিয়ে আমাদের তরফে একটা বিবৃতি দেওয়ার কথা। সেই সময়েই আমরা এই নিয়ে কথা বলতে পারব।" প্রযোজক রানা সরকারের বক্তব্য, "বক্সঅফিসে 5 লাখ টাকার টিকিট বিক্রির গ্যারান্টি নেই। 5 লাখ ডিপোজিট করে সিনেমা বানাবো না।" তিনি আরও বলেন, "একজন ব্যক্তি, যিনি প্রশক্ষিত, সম প্রশিক্ষিত বা অপ্রশিক্ষিত যাই হোক, যদি তিনি প্রতিদিন 24 ঘণ্টা কাজ করতে ব্যক্তিগত ভাবে সম্মত হন উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে, তাহলে ভারতবর্ষের কোন আইনে তাঁর কাজ আটকানো যাবে?"

প্রযোজক সুমনা কাঞ্জিলালের মতে, "একটা নয়া পয়সার বিক্রি নেই যে ইন্ডাস্ট্রিতে সেখানে ডিপোজিট? সত্যি? রেস্ট ইন পিস বাংলা সিনেমা!" পরিচালক সৃজিত রায়ের মতে, "সিনেমা প্রযোজকদের মিটিংয়ে কীভাবে সিনেমার ব্যবসা বাড়ানো যায়, কী করে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বাড়ানো যায়, কী করে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে কোনও আলোচনা শুনলাম না। শুধু শুনলাম বাংলা সিনেমার ক্ষতি কী করে করা যায় তার কিছু পরিকল্পনার কথা। সত্যি আপনাদের বলি - দয়া করে বাংলা সিনেমার পাশে দাঁড়ান।"

ABOUT THE AUTHOR

...view details