পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সিনে ইতিহাসে নয়া ট্রেন্ড এসএস রাজামৌলি-বিধু বিনোদ চোপড়ার - CINEMA BEHIND THE SCENES RELEASE

সিনেপর্দায় যা মুগ্ধ করে তার থেকে বেশি তাক লাগায় পর্দার নেপথ্যের গল্প ৷ বিধু বিনোদ চোপড়ার পর সেই পথে হাঁটলেন এসএস রাজামৌলি ৷

Behind the scenes
প্রেক্ষাগৃহে এবার ছবি তৈরির গল্প (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: কীভাবে তৈরি হয়েছিল অস্কারজয়ী 'আরআরআর' ছবি, এবার তা হলে বসে দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'জিরো সে রি-স্টার্ট' ৷ যা আসলে ছিল 'টুয়েলভথ ফেল' (12th fail) ছবির প্রিক্যুয়েল ৷ সিনেমার নেপথ্যের গল্প পরিচালক তুলে ধরেন সিনেপর্দায় ৷ এবার একই পথে হাঁটলেন পরিচালক এসএস রাজামৌলি ৷

আসলে, ইউটিউবে আজও অনেকে সার্চ করে দেখেন কীভাবে তৈরি হয়েছে 'টাইটানিক' (Titanic) সিনেমা ৷ সত্যিই কি বিশাল মহাসাগরের শুটিং হয়েছিল এই ছবির? কীভাবে হয়েছে 'বাহুবলি' (Baahubali) ছবির শুটিং? সেট-ভিএফএক্স নিয়ে মানুষদের সেই আগ্রহ পূরণ করে 'বিহাইন্ড দ্য সিন' ৷

2022 সালের ব্লকব্লাস্টার সিনেমা ছিল 'আরআরআর' ৷ রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ছবির চিত্রনাট্য, অসাধারণ দৃশ্যায়ন ও অভিনয় বিশ্বমঞ্চে তাক লাগায় দর্শকদের ৷ আঞ্চলিক গান হিসাবে 'নাতু নাতু' ঘরে তোলে গোল্ডেন লেডিকে ৷ সেই ছবির নেপথ্যের গল্প এবার ডকুমেন্টারি আকারে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ৷

20 তারিখ নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহে আসছে 'আরআরআর: বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ড' ৷ সামনে এসেছে তার ট্রেলারও ৷ রাজামৌলি বলেন, "আমার মনে হয়েছে আমি একটা নয়, দুটো বাঘ নিয়ে কাজ করেছি ৷ আরআরআর আমার জীবনের সেরা অভিজ্ঞতা ৷" তাক লাগানোর মতো ভিজ্যুয়েল এফেক্টস, অ্যাকশন দৃশ্য কিভাবে সাজানো হয়েছে, শুটিংয়ের নানা মুহূর্ত, ঘটনা শেয়ার করে টেকনিক্যাল টিম থেকে আলিয়া ভাট, অজয় দেবগণ-সহ আরও অনেকে ৷

ট্রেন্ড রয়েছে কোনও গান বা ছবি তৈরি হলে, তার শুটিং পর্ব কেমন ছিল, তার ছোট্ট ঝলক নির্মাতারা তুলে ধরেন সোশাল মিডিয়ায় ৷ শোনা যায়, নেপথ্যের কাহিনীও ৷ লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে প্রতিদিনই ম্যাজিক হয় ৷ সিনেমার ইতিহাসে প্রতিনিয়ত বদলে যায় ছবি তৈরির সংজ্ঞা ৷ আসে নতুন নতুন চমক ৷ 70 এমএম-এর পর্দায় তাই মুগ্ধ হয়ে দেখেন দর্শক ৷

2023 সালে 27 অক্টোবর মুক্তি পায় বিধু বিনোদ চোপড়ার 'টুয়েলভথ ফেল' ৷ 20 কোটি টাকা বাজেটের ছবি ঘরে তোলে 60 কোটি টাকারও বেশি ৷ ওটিটি-র পর্দায় তা ট্রেন্ড করে এক নম্বরে ৷ সেই ছবির নেপথ্যের গল্প চলতি বছর সামনে আনেন পরিচালক ৷ নাম দেন 'জিরো সে রিস্টার্ট' ৷ 13 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি ৷ 1 ঘণ্টা 13 মিনিটের এই ছবিকে আইএমডিবি 10-এ দিয়েছে 7.4 স্টার ৷ বোঝাই যাচ্ছে, ছবির নেপথ্যে কি হয়েছে, কীভাবে হয়েছে, কোথায় হয়েছে, জার্নি কেমন ছিল সেই সব কিছু জানার প্রবল আগ্রহ ছিল দর্শকদের মধ্যে ৷

আসলে হলিউড সিনেমা অনেক ট্রেন্ড তৈরি করে ৷ কিন্তু মনে হয় চলচ্চিত্র দুনিয়ায় এই প্রথম, যেখানে কোনও সিনেমার 'বিহাইন্ড দ্য সিন' বা 'নেপথ্যের গল্প' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে ৷ বিধু বিনোদ চোপড়া, এসএস রাজামৌলি ছবি তৈরির কাহিনী পর্দায় তুলে ধরে নতুন ট্রেন্ড তৈরি করলেন ৷ হলিউড বা টলিউডের ছবিও কি আগামী দিনে সেই ট্রেন্ডে গা ভাসাবে?

ABOUT THE AUTHOR

...view details