হায়দরাবাদ, 7 নভেম্বর: ক্লাউড নাইনে ভাসছেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক ৷ বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের জীবনে কোল আলো করে এসেছে কন্যা সন্তান কৃষভি ৷ মাতৃত্বের সেই জার্নিতে স্বামী কাঞ্চনকে কীভাবে পাশে পেয়েছেন লিখলেন শ্রীময়ী ৷
বুধবারই ইন্সটাগ্রাম স্টোরিতে প্রথমবার মেয়ের ছবি শেয়ার করেন শ্রীময়ী ৷ এমনকী, হাতে চলা স্যালাইনের ছবিও শেয়ার করেন তিনি ৷ বৃহস্পতিবার সামনে আনেন আরও একটা ছবি ৷ যেখানে হাসপাতালে বেডে শুয়ে শ্রীময়ীর যত্ন কাঞ্চন কীভাবে করছেন তার ছোট্ট ঝলক বোঝা যায় ৷
সেই ছবি শেয়ার করে শ্রী লেখেন, "এই মানুষটা আমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু ৷ যে সবসময় আমার পাশে থেকেছে ভালো-খারাপ সময়ে ৷ এমনকী বিয়ের আগেও ৷ আমার প্রেগন্যান্সি জার্নির প্রথম দিন থেকে এই মানুষটা আমার দেখভাল করে আসছে ৷"
কাঞ্চনপত্নী এরপর লেখেন, "আমার মুড স্যুইং থেকে শুরু করে হঠাৎ কোনও কিছু খাওয়ার ইচ্ছা সবকিছু সামলেছে হাসিমুখে ৷ ভালোবেসে আমাকে ও আমার মেয়েকে আগলে রেখেছে ৷ দিনের পর দিন হাসপাতালের কেবিনে আমার সঙ্গে রাজ জেগেছে ৷ তোমার জন্যই আমি পৃথিবীতে নতুন এক প্রাণের জন্ম দিতে পেরেছি ৷ এই মানুষটা আমাকে জীবনের সেরা উপহার দিয়েছে ৷ তোমাকে ভীষণ ভালোবাসি ৷" শ্রীময়ী চট্টরাজের এই পোস্টে কমেন্ট করেছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ৷ তিনি লেখেন, "তোমাদের তিনজনের উরর ভগবানের আশীর্বাদ বিরাজ করুক ৷ সব ভালো হোক ৷"
প্রথমবার কৃষভির ছবি শেয়ার (ইন্সটাগ্রাম) উল্লেখ্য,চলতি বছর 2 মার্চ সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সোশাল মিডিয়ায় তারকা দম্পতির একাধিক আদুরে ছবি অনুরাগীদের মন ভালো করে দেয় ৷ বছর ঘুরতে না ঘুরতেই স্বামী-স্ত্রীর পাশাপাশি বাবা-মা হিসাবে বড় দায়িত্ব পালনে ব্যস্ত শ্রীময়ী-কাঞ্চন ৷