পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'বাংলাতেই দর্শকদের জন্য জায়গা পেল না বাংলা সিনেমা'- শ্রীলেখা মিত্র - SREELEKHA MITRA - SREELEKHA MITRA

Sreelekha Mitra in Hyderabad Bengali Film Festival: যে ছবি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল না, তা আরও একবার প্রশংসা কুড়িয়ে নিল বাংলার বাইরে ৷ হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হল শ্রীলেখা মিত্র অভিনীত ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা ৷ ইটিভি ভারতের সঙ্গে সোজাসাপটা আড্ডা মারলেন অভিনেত্রী শ্রীলেখা ৷

Sreelekha Mitra
মুখোমুখি শ্রীলেখা মিত্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 11:33 AM IST

Updated : Aug 7, 2024, 12:26 PM IST

হায়দরাবাদ, 7 অগস্ট: অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালের মতোই হায়দরাবাদ বেঙ্গলি চলচ্চিত্র উৎসব আলাদা করে নজর কাড়ে ৷ দীর্ঘ 10 বছর ধরে চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর তথা উদ্যোক্তা পার্থপ্রতিম মল্লিক এবারও বাছাই করা সিনেমা আনেন নিজামের শহরে ৷ দেখানো হয় আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত 'ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা' ৷ ছবির প্রদর্শনীতে উপস্থিত হন মুখ্য অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ ছবির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে ইটিভি ভারতের সঙ্গে মন খুলে কথা বললেন অভিনেত্রী শ্রীলেখা ৷

সিনেমা নিয়ে সরব শ্রীলেখা (ইটিভি ভারত)

তিনি বলেন, "হায়দরাবাদে বাছাই করা সিনেমা দেখার সুযোগ যেভাবে করে দেওয়া হয়েছে তা দেখে আবেগতাড়িত তিনি ৷ পাশাপাশি, যাঁরা ছবির দর্শক তাঁদের সঙ্গেও কথা বলে ভালো লেগেছে ৷" এরপরেই প্রশ্ন ওঠে, 2021 সালে তৈরি হওয়া এই ছবি মুখ দেখেনি বাংলার প্রেক্ষাগৃহের ৷ ক্ষোভ হওয়াটা স্বাভাবিক নয় কি? উত্তরে শ্রীলেখা বলেন, "আমি প্রতিবাদ করি ৷ সমাজের সামনে অন্যায়কে তুলে ধরি ৷ আমি বলে বলে ক্লান্ত ৷ এবার তো অন্যান্যদের প্রশ্ন তোলা উচিত কেন বাংলা সিনেমা বাংলায় জায়গা পেল না ৷ কেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল না এই ছবি ৷"

78তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী ও শ্রীলেখার এই ছবি ৷ সিনেমার ঝুলিতে এসেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার ৷ নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রীলেখা ৷ আদিত্য বিক্রম-ও পেয়েছেন একাধিক পুরস্কার ৷

ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে কলকাতায় বুকে ঘটে চলা নানা রকম দুর্নীতি, চিটফান্ড ও তারসঙ্গে জড়িয়ে পড়া কিছু সাধারণ মানুষের জীবন ৷ এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "দুর্নীতিতো এখনও হচ্ছে ৷ নানা রকম দুর্নীতিতে একাধিক নেতা-মন্ত্রী জেলে রয়েছেন ৷ কতজনকে ইডি বারবার জেরা করার জন্য ডেকেছে ৷ তারপর তাঁদের মধ্যে অনেকে ছাড় পেয়ে গিয়েছেন ৷ দুর্নীতি শেষ হয়নি ৷" এদিনের সাক্ষাৎকারে ইটিভি ভারতের (তৎকালীন ইটিভি বাংলা) সঙ্গে নস্ট্যালজিয়া জড়িয়ে রয়েছে বলে জানান অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

Last Updated : Aug 7, 2024, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details