হায়দরাবাদ, 7 অগস্ট: অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালের মতোই হায়দরাবাদ বেঙ্গলি চলচ্চিত্র উৎসব আলাদা করে নজর কাড়ে ৷ দীর্ঘ 10 বছর ধরে চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর তথা উদ্যোক্তা পার্থপ্রতিম মল্লিক এবারও বাছাই করা সিনেমা আনেন নিজামের শহরে ৷ দেখানো হয় আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত 'ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা' ৷ ছবির প্রদর্শনীতে উপস্থিত হন মুখ্য অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ ছবির পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে ইটিভি ভারতের সঙ্গে মন খুলে কথা বললেন অভিনেত্রী শ্রীলেখা ৷
তিনি বলেন, "হায়দরাবাদে বাছাই করা সিনেমা দেখার সুযোগ যেভাবে করে দেওয়া হয়েছে তা দেখে আবেগতাড়িত তিনি ৷ পাশাপাশি, যাঁরা ছবির দর্শক তাঁদের সঙ্গেও কথা বলে ভালো লেগেছে ৷" এরপরেই প্রশ্ন ওঠে, 2021 সালে তৈরি হওয়া এই ছবি মুখ দেখেনি বাংলার প্রেক্ষাগৃহের ৷ ক্ষোভ হওয়াটা স্বাভাবিক নয় কি? উত্তরে শ্রীলেখা বলেন, "আমি প্রতিবাদ করি ৷ সমাজের সামনে অন্যায়কে তুলে ধরি ৷ আমি বলে বলে ক্লান্ত ৷ এবার তো অন্যান্যদের প্রশ্ন তোলা উচিত কেন বাংলা সিনেমা বাংলায় জায়গা পেল না ৷ কেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল না এই ছবি ৷"