কোচবিহার, 18 ফেব্রুয়ারি: জনসভা থেকে শাসকদলের নেতারা একে অপরকে আক্রমণের পর এবার সোশাল মিডিয়ায় দুই নেতার ঠান্ডা লড়াই প্রকাশ্যে । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় সোশাল মিডিয়ায় একে অপরকে নাম না-করে কটাক্ষ করেন । এই দুই পোস্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলা তৃণমূলে ।
যদিও এই পোস্ট নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোনও মন্তব্য করতে চাননি । তবে জেলা তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ ও উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, ‘‘যেটা মনে হয়েছে ফেসবুকে দিয়েছি । এনিয়ে আলাদা করে কিছু বলার নেই ।’’
![Partha Pratim Ray and Udayan Guha Slam Each Other on Social Media Post](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18-02-2025/wb-crb-01-tmc-leader-attack-social-media-7205341_18022025180538_1802f_1739882138_994.jpg)
![Partha Pratim Ray and Udayan Guha Slam Each Other on Social Media Post](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/18-02-2025/wb-crb-01-tmc-leader-attack-social-media-7205341_18022025180538_1802f_1739882138_755.jpg)
সোমবার রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজের তোলা একটি সেলফি পোস্ট করে লেখেন, ‘‘আজ ভবানীপুরে বক্সীদার অফিসে এক মিটিংয়ের আগে একটা সেলফি তোলার চেষ্টা করলাম । ফটোগ্রাফার নিয়ে ঘোরাঘুরি করাটা শিখতে হবে ।’’ উদয়নের এই পোস্টের কয়েকমিনিটের মধ্যেই প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায় পোস্ট করেন, ‘‘আমার যদি সাধ্য থাকতো সবাইকে ক্যামেরা আর ক্যামেরাম্যান উপহার দিতুম । সাধ আছে কিন্তু সাধ্য নেই ।’’
শাসকদলের দু’নেতার একে অপরকে কটাক্ষ, পালটা কটাক্ষর পর তাঁদের অনুগামীরাও নেতাদের হয়ে আসরে নেমে পড়েছেন । উদয়নের অনুগামীরা যেমন পার্থপ্রতীম রায়ের পোস্টে কটাক্ষ করছেন, অপরদিকে পার্থপ্রতীম রায়ের অনুগামীরা উদয়নের পোস্টে ব্যক্তিগত আক্রমণ করছেন যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে ।