ETV Bharat / state

ফেসবুক পোস্টে কাজিয়া তৃণমূলের মন্ত্রী আর প্রাক্তন সাংসদের ! শোরগোল দলের অন্দরে - PARTHA PRATIM RAY VS UDAYAN GUHA

সোশাল মিডিয়ায় একে অপরকে নাম না-করে কটাক্ষ করেন দলের প্রাক্তন সাংসদ ও মন্ত্রী । দুই হেভিওয়েটের কাজিয়ায় শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে ।

Partha Pratim Ray and Udayan Guha Slam Each Other on Social Media Post
ফেসবুক পোস্টে কাজিয়া তৃণমূলের প্রাক্তন সাংসদ ও মন্ত্রীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2025, 8:49 PM IST

কোচবিহার, 18 ফেব্রুয়ারি: জনসভা থেকে শাসকদলের নেতারা একে অপরকে আক্রমণের পর এবার সোশাল মিডিয়ায় দুই নেতার ঠান্ডা লড়াই প্রকাশ্যে । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় সোশাল মিডিয়ায় একে অপরকে নাম না-করে কটাক্ষ করেন । এই দুই পোস্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলা তৃণমূলে ।

যদিও এই পোস্ট নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোনও মন্তব্য করতে চাননি । তবে জেলা তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ ও উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, ‘‘যেটা মনে হয়েছে ফেসবুকে দিয়েছি । এনিয়ে আলাদা করে কিছু বলার নেই ।’’

Partha Pratim Ray and Udayan Guha Slam Each Other on Social Media Post
উদয়নের করা পোস্ট (ইটিভি ভারত)
কোচবিহার জেলা তৃণমূলের নেতাদের কর্মকাণ্ড প্রচারের জন্য সবারই আলাদা করে ক্যামেরাপার্সন রয়েছে । তবে অধিকাংশ নেতাদের অনুগামীরা সেই ছবি তুলত যা পরবর্তীতে সোশাল মিডিয়ায় ব্যবহার করা হয় । পাশাপাশি, জেলা তৃণমুল নেতা তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায়ের ছবি তোলার জন্য অবশ্য এসএলআর ক্যামেরা রয়েছে । সেই ক্যামেরা দিয়েই বিভিন্ন কর্মকাণ্ডের ছবি তুলে সোশাল মিডিয়ায় ব্যবহার করা হয় । আর এই ছবি তোলা নিয়ে লড়াই এবার সোশাল মিডিয়ায় চলে আসছে ।
Partha Pratim Ray and Udayan Guha Slam Each Other on Social Media Post
পার্থপ্রতীম রায়ের করা পোস্ট (ইটিভি ভারত)

সোমবার রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজের তোলা একটি সেলফি পোস্ট করে লেখেন, ‘‘আজ ভবানীপুরে বক্সীদার অফিসে এক মিটিংয়ের আগে একটা সেলফি তোলার চেষ্টা করলাম । ফটোগ্রাফার নিয়ে ঘোরাঘুরি করাটা শিখতে হবে ।’’ উদয়নের এই পোস্টের কয়েকমিনিটের মধ্যেই প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায় পোস্ট করেন, ‘‘আমার যদি সাধ্য থাকতো সবাইকে ক্যামেরা আর ক্যামেরাম্যান উপহার দিতুম । সাধ আছে কিন্তু সাধ্য নেই ।’’

শাসকদলের দু’নেতার একে অপরকে কটাক্ষ, পালটা কটাক্ষর পর তাঁদের অনুগামীরাও নেতাদের হয়ে আসরে নেমে পড়েছেন । উদয়নের অনুগামীরা যেমন পার্থপ্রতীম রায়ের পোস্টে কটাক্ষ করছেন, অপরদিকে পার্থপ্রতীম রায়ের অনুগামীরা উদয়নের পোস্টে ব্যক্তিগত আক্রমণ করছেন যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে ।

আরও পড়ুন

কোচবিহার, 18 ফেব্রুয়ারি: জনসভা থেকে শাসকদলের নেতারা একে অপরকে আক্রমণের পর এবার সোশাল মিডিয়ায় দুই নেতার ঠান্ডা লড়াই প্রকাশ্যে । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় সোশাল মিডিয়ায় একে অপরকে নাম না-করে কটাক্ষ করেন । এই দুই পোস্ট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলা তৃণমূলে ।

যদিও এই পোস্ট নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোনও মন্তব্য করতে চাননি । তবে জেলা তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ ও উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, ‘‘যেটা মনে হয়েছে ফেসবুকে দিয়েছি । এনিয়ে আলাদা করে কিছু বলার নেই ।’’

Partha Pratim Ray and Udayan Guha Slam Each Other on Social Media Post
উদয়নের করা পোস্ট (ইটিভি ভারত)
কোচবিহার জেলা তৃণমূলের নেতাদের কর্মকাণ্ড প্রচারের জন্য সবারই আলাদা করে ক্যামেরাপার্সন রয়েছে । তবে অধিকাংশ নেতাদের অনুগামীরা সেই ছবি তুলত যা পরবর্তীতে সোশাল মিডিয়ায় ব্যবহার করা হয় । পাশাপাশি, জেলা তৃণমুল নেতা তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায়ের ছবি তোলার জন্য অবশ্য এসএলআর ক্যামেরা রয়েছে । সেই ক্যামেরা দিয়েই বিভিন্ন কর্মকাণ্ডের ছবি তুলে সোশাল মিডিয়ায় ব্যবহার করা হয় । আর এই ছবি তোলা নিয়ে লড়াই এবার সোশাল মিডিয়ায় চলে আসছে ।
Partha Pratim Ray and Udayan Guha Slam Each Other on Social Media Post
পার্থপ্রতীম রায়ের করা পোস্ট (ইটিভি ভারত)

সোমবার রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজের তোলা একটি সেলফি পোস্ট করে লেখেন, ‘‘আজ ভবানীপুরে বক্সীদার অফিসে এক মিটিংয়ের আগে একটা সেলফি তোলার চেষ্টা করলাম । ফটোগ্রাফার নিয়ে ঘোরাঘুরি করাটা শিখতে হবে ।’’ উদয়নের এই পোস্টের কয়েকমিনিটের মধ্যেই প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায় পোস্ট করেন, ‘‘আমার যদি সাধ্য থাকতো সবাইকে ক্যামেরা আর ক্যামেরাম্যান উপহার দিতুম । সাধ আছে কিন্তু সাধ্য নেই ।’’

শাসকদলের দু’নেতার একে অপরকে কটাক্ষ, পালটা কটাক্ষর পর তাঁদের অনুগামীরাও নেতাদের হয়ে আসরে নেমে পড়েছেন । উদয়নের অনুগামীরা যেমন পার্থপ্রতীম রায়ের পোস্টে কটাক্ষ করছেন, অপরদিকে পার্থপ্রতীম রায়ের অনুগামীরা উদয়নের পোস্টে ব্যক্তিগত আক্রমণ করছেন যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.