পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'Ex-রা আমার কাছে Y, Z হয়ে যায়...' প্রাক্তনদের নিয়ে কী বলছেন সৌরভ? - Sourav Das

Sourav on Love Life and Durga puja: দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গা পুজো ৷ হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ আর পুজো মানে যেমন খাওয়াদাওয়া, আড্ডা তেমনই আলোচনায় থাকে প্রেম ৷ প্রেম-পুজো নিয়ে সৌরভের কী দৃষ্টিভঙ্গি, খোঁজ নিল ইটিভি ভারত ৷

Sourav Das
প্রাক্তনদের নিয়ে কী বলছেন সৌরভ? (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 23, 2024, 5:36 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। কিছু মাস আগেই অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ৷ বাংলা সিনেমা থেকে ওয়েব সিরিজ এবং সঞ্চালনা নিয়ে বেজায় ব্যস্ত তিনি ৷ পুজোর আবহে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'ভর্গ'। ছবি নিয়ে আড্ডা আগেই দেখেছেন দর্শক ৷ না দেখে থাকলে লিঙ্ক থাকছে আপনাদের জন্য ৷ তবে ইটিভির সঙ্গে এবারের নিখাদ আড্ডা জমে ওঠে পুজো আর প্রেমের গল্পে ৷ উঠে আসে এক্স-দের প্রসঙ্গও ৷

ইটিভি ভারত: সামনেই পুজো। প্যান্ডেল হপিং হয়?
সৌরভ: না। বন্ধুদের নিয়ে ঘরে আড্ডা দিতেই বেশি ভালো লাগে। পুজো পরিক্রমা থাকে অনেকসময়। তখন দেখা হয়ে যায়।

প্রেম-পুজো নিয়ে খোলামেলা আড্ডায় সৌরভ (ইটিভি ভারত)

ইটিভি ভারত: কেনাকাটা হল?
সৌরভ: না, সারাবছরই করি। তাই আলাদা করে আর করা হয় না।

ইটিভি ভারত: দর্শনার কী পছন্দ?
সৌরভ: ট্র‍্যাডিশনাল শাড়ি, গয়না। বাঙালি মেয়েরা সাধারণত যা যা পছন্দ করে দর্শনার সেরকমই পছন্দ। ওরকমই কিছু দেব এবার পুজোতেও। তবে, এখনও কিছু দেওয়া হয়নি।

ইটিভি ভারত: পুজোয় প্রেম হয়েছে?
সৌরভ: না সেরকম হয়নি। তবে, প্রেমে ছিলাম, তার সঙ্গে পুজো কাটিয়েছি এরকম হয়েছে। কিন্তু পুজোয় প্রেম হয়নি।

ইটিভি ভারত: এক্স = প্রেম, মানে প্রাক্তন প্রেম তোমাকে নাড়া দেয় কখনও? মনে পড়ে?
সৌরভ: না। 'এক্স'রা আমার কাছে 'ওয়াই-জেড' হয়ে যায়। অতীত নয়, বর্তমান আর ভবিষ্যতে বিশ্বাস করি আমি। বন্ধুত্ব কেউ সুস্থভাবে রাখলে ঠিক আছে। আমার মনে পড়ে এক প্রাক্তন প্রেমিকার বিয়ের মেকআপ আর্টিস্ট ঠিক করে দিয়েছিলাম। নেমন্তন্ন খেতেও গিয়েছিলাম আমি।

ইটিভি ভারত: ঈশ্বর কিংবা পুজো অর্চনায় বিশ্বাস আছে?
সৌরভ: না। আমার আর বাবার একেবারেই নেই। মা আর বোনের আছে। ওরা পুজো আর্চায় বিশ্বাসী। আমার বউও বিশ্বাসী। তবে, মা আর বোনের পুজোর কাজে আমি আর বাবা সাহায্য করি। বাড়িতে পুজো হলে স্নান সেরে ওদের এটা ওটা এগিয়ে দেওয়ার কাজ করি আমরা। ওদের বিশ্বাসকে মর্যাদা দিই। শ্রদ্ধা আর সম্মান জানাই।

ইটিভি ভারত: আর কোনও সংস্কার বা কুসংস্কার?
সৌরভ: একেবারেই না। তবে, খেলতে নামার আগে কোথায় বসব সেই জায়গাটা একই রাখি। মনে হয় ওখানে বসলে ম্যাচটা জিতব৷ স্টেজে ওঠার আগে প্রণাম করি। ওটা অবচেতন মনেই হয়ে যায়। হয়ত স্পিরিচুয়াল ফ্যামিলি থেকে বিলং করি বলে মনের অজান্তেই করে ফেলি। কিছু কোনওকিছুই ভেবে করি না। এটা করলেই ওটা হবে আর ওটা করলাম না বলেই এটা হল না বা ওটা হল না, তেমনটা নয়।

ABOUT THE AUTHOR

...view details