হাদরাবাদ, 24 জুন:কাছের বন্ধু ও পরিবার সাক্ষী রেখে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল ৷ সাত বছরের প্রণয় পেল পরিণতি ৷ বিয়ের দিলেই রাখা হয়েছিল রিসেপশন পার্টি ৷ সেখানে নব বর-কনেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন অনেকেই ৷ রিসেপশন পার্টিতে তাঁদের নাচের ভিডিয়ো ও ছবি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়৷
দাবাং গার্লের বিয়ের সাজ সাধারণ হলেও তাঁতে ছিল আভিজাত্যের ছোঁয়া ৷ সোনার এলিগ্যান্ট লুক দেখে মুগ্ধ নেটপাড়া ৷ বিয়ের পর প্রথম স্বামী জাহিরকে সঙ্গে নিয়েই পাপারাৎজিদের সামনে আসেন সোনাক্ষী ৷ তাঁকে দেখা যায় ক্রিমসন সিল্ক শাড়িতে ৷ জাহিরের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাক্ষীর দাবাং হিরো সলমন খান ৷ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, সোনাক্ষী-জাহিরের প্রেম কাহিনীতে তাঁর বড় ভূমিকা রয়েছে ৷ ভাইজানকে এদিন দেখা গিয়েছে ব্ল্যাক কোর্ট প্যান্টের সঙ্গে ব্লু শার্টে ৷