হায়দরাবাদ, 7 মার্চ: বহু প্রতিক্ষিত সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' মুক্তির পথে ৷ ছবিতে বলিউডের একাধিক প্রথম সারির মহিলা অভিনেতাদের অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মণীশা কৈরালা, রিচা চাড্ডা, সোনাক্ষী সিনহা, সঞ্জীদা শেখ, অদিতি রাও হায়দারি ও শারমিন শেগলকে ৷ এফআইসিসিআই ফ্রেমস 2024 অনুষ্ঠানে সোনাক্ষী জানিয়েছেন 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এর জার্নি ৷
তিনি বলেন, "2012 সালে মুক্তি পাওয়া 'রাওডি রাথোর' প্রযোজনা করেছিলেন সঞ্জয়লীলা বনশালি ৷ তারপর থেকেই স্যারের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল ৷ দীর্ঘ সময় ধরে আমাদের আলাপ-আলোচনা চলেছে নানা প্রোজেক্ট নিয়ে ৷ তবে হীরামান্ডিতে কাজ পাওয়া নিয়ে একটা মজার বিষয় আছে ৷" অভিনেত্রী বলেন, "আমি প্রতিদিন স্যারের অফিসে যেতাম, কফি খেতাম সাধারণ কিছু কথা বলে বেড়িয়ে যেতাম ৷ এরপর একদিন স্যার বলেন আমি তোমার সঙ্গে আলাপচারিতায় কফি নয়, চা খাব ৷ আর এরপরেই আমি হীরামান্ডিতে কাজের সুযোগ পাই ৷ তাই বলা ভাল, আমার কাজ পাওয়ার পিছনে রয়েছে চা, কফি নয় ৷"
সিরিজে সোনাক্ষীকে দেখা যাবে ফরিদার চরিত্রে ৷ অভিনেত্রী জানিয়েছেন, যেভাবে তাঁর চরিত্রটি পরিচালক পর্দায় তুলে ধরেছেন তা অনবদ্য ৷ সোনাক্ষী বলেন, "দীর্ঘ সময় ধরে সঞ্জয় স্যারের সঙ্গে কাজ করার পরিকল্পনা চলছিল ৷ আমি আনন্দিত যে অবশেষে হীরামান্ডিতে কাজ করা সম্ভব হয়েছে ৷ তিনি তাঁর ছবিতে প্রতিটি নারী চরিত্রকে যেভাবে যত্ন করে তুলে ধরেন তা প্রশংসনীয় ৷" মোট আটটি পর্বে এই সিরিজ আসবে নেটফ্লিক্সে ৷ যেখানে অভিনেত্রীর কথায় প্রতিটি চরিত্র পেয়েছে সমান গুরুত্ব ৷
'দাবাং' অভিনেত্রী বলেন, "গল্পে ছয় মহিলার জার্নি তুলে ধরা হয়েছে ৷ প্রতিটি চরিত্রের সঙ্গে গল্পও গুরুত্বপূর্ণ ৷ তেমনএক চরিত্র পেয়ে আমি খুশি ৷ আমি কেরিয়ারের এতটা পথ পেড়িয়ে এসে চ্যালেঞ্জপূর্ণ কাজ করতে চেয়েছিলাম ৷ এর আগে আমার অভিনয় নিয়ে কোনও অভিজ্ঞতা ছিল না ৷ এমনকী, ছোটবেলাতেও বাবার (শক্রঘ্ন সিনহা) শুটিং সেটে যেতাম না ৷ আমার অভিনয় এবং নাচের কোনও ট্রেনিং ছিল না ৷ তাই এইভাবেই চ্যালেঞ্জিং চরিত্রগুলি আমাকে তৈরি করতে সাহায্য করেছে ৷"