পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বাইরে সিংহ মামার বিকট গর্জনে ঘুম ভাঙল সোনাক্ষীর, তারপর যা করলেন... - SONAKSHI SINHA AND ZAHEER IQBAL

ঘরের বাইরে সিংহের বিকট গর্জন ৷ ঘরে বসে ভিডিয়ো করতে ব্যস্ত সোনাক্ষী ৷ অভিনেত্রীর সাহস দেখে বাহবা নেটপাড়ায় ৷ কী করলেন জাহির ইকবাল ?

Sonakshi Sinha and Zaheer Iqbal
সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল (এএনআই/আইএএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 3, 2025, 10:31 AM IST

হায়দরাবাদ, 3 জানুয়ারি: কাচের বাড়ি ৷ তার ভিতরে নিশ্চিন্তের ঘুম ৷ আচমকাই শুনতে পেলেন সিংহের গর্জন ৷ পর্দা সরাতেই দেখলেন, সামনে দাঁড়িয়ে সিংহ মামা ৷ এমন পরিস্থিতিতে যে কেউ ঘাবড়ে যেতে পারেন ৷ তবে সিংহকে সামনে দেখে ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে তার ভিডিয়ো করতে শুরু করেন ডেয়ারিং সোনাক্ষী সিনহা ৷

সেই ভিডিয়ো এখন ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ নতুন বছরের শুরুটা অস্ট্রেলিয়ায় ওয়াইল্ড অ্যানিম্যালদের সঙ্গে করলেন সোনাক্ষী ৷ পাশে থাকলেন স্বামী জাহির ইকবাল ৷ তারই কিছু মুহূর্ত সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোনা ৷ সেখানে কখনও ঘুমন্ত চিতার সঙ্গে সময় কাটাতে দেখা যায় জুটিকে ৷ আবার কখনও দেখা যায়, তাঁরা শুয়ে রয়েছেন সিংহ-সিংহীর পাশে ৷

সোনা সেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে 2024 সালের শেষটা খুব সুন্দর কাটালাম ৷ পাশে ঘুরে বেড়ালো সুন্দর পশুরা ৷ জামালো লজের কর্মীদের আতিথেয়তায় মুগ্ধ ৷ শুধু তাই নয়, তাঁরা যেভাবে বন্যপশুদের দেখভাল করেন তা দেখে বিস্মৃত ৷ এখানে আবার ফিরে আসার ইচ্ছা রইল ৷"

সোনা ও জাহির যে ছবিগুলি শেয়ার করেছেন, সেখানে দেখা গিয়েছে, ঘুমিয়ে রয়েছে একটি চিতাহ ৷ তার পাশে দাঁড়িয়ে গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন জাহির-সোনা ৷ আবার কোনওটায় দেখা গিয়েছে, জিরাফকে পিছনে রেখে সেলফি তুলছেন দাবাং অভিনেত্রী ৷ আবার কোথাও দেখা গিয়েছে পিছনে দাঁড়িয়ে হায়নি ৷ সামনে বসে সেলফি মোডে ব্যস্ত তারকা জুটি ৷ তবে তার পরের ছবিটা সত্যিই যেমন ভয় পাওয়ার মতো তেমনই লোমহর্ষক ৷ কাচের বাইরে সিংহের বিকট গর্জন ৷ আর বিছানায় বসে সিংহের সেই মুহূর্ত মোবাইলবন্দি করছেন সোনা ৷

আবার একটাতে দেখা গিয়েছে বাইরে সিংহের সঙ্গে সিংহীর আদুরে মুহূর্ত ৷ বিপরীতে সোনার কোলে মাথা দিয়ে শুয়ে জাহির ৷ রোমান্টিক সেই মুহূর্ত ক্যাপচার করতে ভোলেননি অভিনেত্রী ৷ এই ভিডিয়ো দেখে নেটিজেনরা সোনার সাহসের প্রশংসা করেছেন ৷ কেউ লিখেছেন, "সোনাক্ষী ভীষণ সাহসী ৷" আবার কেউ লিখেছেন, "আমার সঙ্গে এমন হলে হার্ট ফেল হতে যেত ৷" তবে সোনাক্ষী ও জাহির নতুন বছর প্রকৃতি ও বন্যপশুদের সঙ্গে যে খুব সুন্দর মুহর্ত যাপন করেছে তা বলাই বাহুল্য ৷

ABOUT THE AUTHOR

...view details