পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

লিলুয়ায় আর হবে না ইমনের বসন্ত উৎসব, কারণ কী ? - IMAN CHAKRABORTY

সোশাল মিডিয়ায় হাওড়ার লিলুয়াতে এ বছর বসন্ত উৎসব না করার কারণ জানিয়েছেন ইমন চক্রবর্তী ৷ তবে সেসময় কলকাতায় হবে তাঁর একক অনুষ্ঠান ৷

Iman Chakraborty Basanta Utsav
লিলুয়ায় এ বছর হবে না ইমন চক্রবর্তীর বসন্ত উৎসব (ছবি সূত্র -শিল্পীর সোশাল মিডিয়া হ্যান্ডেল)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 22, 2025, 3:13 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: এবার আর লিলুয়াতে বসন্ত উৎসবের আয়োজন করবেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী । সোশাল মিডিয়ায় শিল্পী নিজেই জানিয়েছেন সেই কথা । তিনি জানিয়েছেন, হাওড়ার লিলুয়ায় তাঁর এই অনুষ্ঠান না করার কারণও । তবে, ইমন ইটিভি ভারতকে বলেন, "ওই সময়ে তাঁর একক অনুষ্ঠান হবে কলকাতায় ৷"

ইমন চক্রবর্তী সোশাল মিডিয়ার পেজে লেখেন, "এ বছর লিলুয়াতে বসন্ত উৎসব হচ্ছে না । কারণ হিসেবে জানাতে চাই, গত আট বছর ধরে আমরা লিলুয়াতে উৎসবটা করছিলাম । কিন্তু কিছু স্থানীয় মানুষজন প্রত্যেক বছর অনুষ্ঠানের শেষের দিকে এসে ঝামেলা করেছেন । বেশ কিছু শিল্পীর সঙ্গে অভব্য আচরণ করেছেন । এটা আমাদের প্রাপ্য নয় । এখানে যারা খেটে অনুষ্ঠানটা দাঁড় করান, তাঁরা কেউ একটি টাকা নেন না । শিল্পীরাও নেন না । আমরা এটা লিলুয়ার মানুষদের জন্য করতাম । আমার মায়ের স্মৃতির উদ্দেশে করতাম । অনেক কষ্ট নিয়ে লিলুয়াতে এই অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছি ।"

অতীতে বসন্ত উৎসবে ইমন চক্রবর্তী (ছবি সূত্র -শিল্পীর সোশাল মিডিয়া হ্যান্ডেল)

তিনি আরও লেখেন, "জানি এতে অনেকে খুশিই হবেন । তবে এটাও জানি যে, কষ্ট পাবেন তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ । আমরা দুঃখিত । তবে এটাও জানিয়ে রাখি, আমরা আবার ফিরব । আরও বড় আকারে ফিরব ।" ইমনের কথায়, পুলিশি নিরাপত্তার মাঝে অনুষ্ঠান হলেও শিল্পীদের গাড়ির ক্ষতি করা হয়েছে । তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়েছে । এই কারণেই এই উৎসব বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন গায়িকা ।

ইমন চক্রবর্তীর বসন্ত উৎসব (ছবি সূত্র -শিল্পীর সোশাল মিডিয়া হ্যান্ডেল)

ইমন এখন কলকাতার বাসিন্দা । তা হলে কি পরের বছর থেকে কলকাতাতে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব ? সেই ব্যাপারে এখনও কিছু ঠিক হয়নি বলে জানিয়েছেন ইমন । তবে, এই প্রশ্ন আগেও করা হয়েছে ইটিভি ভারতের তরফে । তখন ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি । লিলুয়া ইমন চক্রবর্তীর জন্মস্থান । মায়ের স্মৃতিতে এই অনুষ্ঠান তিনি মায়ের জায়গাতে করতেই বেশি আগ্রহী বরাবর । কিন্তু এ বছর থেকে সেখানে বসন্ত উৎসব হবে না ৷ তবে ওই উৎসব না-হলেও কলকাতায় তাঁর একক অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন এই সঙ্গীত শিল্পী ৷

মায়ের স্মৃতিতে বসন্ত উৎসব করেন ইমন চক্রবর্তী (ছবি সূত্র -শিল্পীর সোশাল মিডিয়া হ্যান্ডেল)

ABOUT THE AUTHOR

...view details