পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আর রিয়েলিটি শোয়ে যেতে চান না 'বিনোদিনী'র গায়িকা শুচিস্মিতা, কেন ? - SHUCHISMITA CHAKRABORTY

রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবিতে শুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠে সাড়া ফেলেছে বিশেষ গান ৷ কী বলছেন গায়িকা ?

Shuchismita Chakraborty
আর রিয়েলিটি শোয়ে যেতে চান না শুচিস্মিতা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 22, 2025, 11:41 AM IST

Updated : Jan 22, 2025, 11:50 AM IST

কলকাতা, 22 জানুয়ারি: "হরি মন মজায়ে লুকালে কোথা..."- রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবিতে শুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানের অংশটি সাড়া ফেলেছে দর্শকের মনে। এক গৌড়ীয় মঠে এই গানটির আনুষ্ঠানিক প্রকাশ পায় সম্প্রতি।

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে শিল্পী বলেন, "আমার স্ক্র‍্যাচ টুকুই গাওয়ার কথা ছিল। সেটাই গেয়েছিলাম 2023 সালে। জানতাম হয় আমি বা অন্য বড় কোনও শিল্পী গাইবেন পুরো গানটা। কিন্তু 2024-এ এসে শুনি যে শুধু স্ক্র‍্যাচ টুকুই রাখা হয়েছে ছবিতে। আমাকে দিয়েও গাওয়ানো হয়নি, অন্য কারোকে দিয়েও গাওয়ানো হয়নি। গানটা রামকমল দা'র পছন্দ হয়েছে। এ এক বড় প্রাপ্তি আমার কাছে। আরও কয়েকটা স্ক্র‍্যাচ গেয়েছি এই ছবিতে।"

শুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠে সাড়া ফেলেছে এই বিশেষ গান (ইটিভি ভারত)

শুচিস্মিতা গান গেয়েছেন 'ফেলুবক্সী' ছবিতেও। প্লে-ব্যাক করাই তাঁর স্বপ্ন। শুচিস্মিতা এর আগে অংশগ্রহণ করেছেন গানের রিয়ালিটি শো 'সারেগামাপা' এবং 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে। 'সুপার সিঙ্গার'-এ বিজয়ী হন তিনি। কিন্তু আর কখনও কোনও রিয়ালিটি শো-তে অংশগ্রহণের ইচ্ছা নেই তাঁর। শুচিস্মিতা বলেন, "সুপার সিঙ্গার আমার জীবনের শেষ রিয়ালিটি শো ছিল। আমি শুধু গাইতে চাই। আর প্রতিযোগিতায় মন নেই আমার। অনেক কিছু চলতে থাকে ওখানে। আর সেই সবের মুখোমুখি হতে চাই না।"

গায়িকা শুচিস্মিতা চক্রবর্তী (নিজস্ব চিত্র)

বলিউডেও পাড়ি দেওয়া স্বপ্ন শুচিস্মিতার। তবে, সামাজিক মাধ্যমে প্রতিদিন কমটেন্ট বানানোর প্রতি বিন্দুমাত্র ঝোঁক নেই এই কন্যের। অন্যান্য সঙ্গীত শিল্পীদের মতো অভিনয়েও ইচ্ছা নেই তাঁর। গানটাই গেয়ে যেতে চান চিরকাল। বাড়ির সাপোর্ট রয়েছে পূর্ণমাত্রায়। তাই এগিয়ে চলতে চান আপন ছন্দে।

Last Updated : Jan 22, 2025, 11:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details