কলকাতা, 12 অগস্ট: প্রথমবার একক সঙ্গীত পরিবেশন করতে শহর তিলোত্তমায় আসছেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শুভা মুদগল। জন্মাষ্টমীর আবহে তাঁর সুরমূর্ছনায় ভাসবে শহর। অনুষ্ঠানের উদ্যোক্তা 'সংষ্কৃতি সাগর'। সঙ্গে শামিল হয়েছে 'ভারতীয় বিদ্যা ভবন'। 24 অগস্ট, জিডি বিড়লা সভাঘরে, সন্ধে সাড়ে 6টায় অনুষ্ঠিত হবে শুভা মুদগলের 'ভজন সন্ধ্যা'। জন্মাষ্টমীর কথা মাথায় রেখে একের পর এক কৃষ্ণ-ভজন শোনাবেন শিল্পী ৷ ইতিমধ্যেই বুক মাই শো থেকে শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং ৷ 500 টাকা থেকে 2000 টাকায় মিলবে অনুষ্ঠানের টিকিট ৷
কলকাতায় প্রথমবার শুভা মুদগলের একক 'ভজন সন্ধ্যা', জন্মাষ্টমীর আবহে কৃষ্ণ-প্রেমে মজবে শহর - Shubha Mudgal
Shubha Mudgal solo Performances in Kolkata: জন্মাষ্টমীর আবহে প্রথমবার একক সঙ্গীত পরিবেশন করতে শহর তিলোত্তমায় আসছেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শুভা মুদগল। বুক মাই শো থেকে করতে পারেন টিকিট বুকিং ৷ জেনে নিন টিকিটের দাম ৷
By ETV Bharat Entertainment Team
Published : Aug 12, 2024, 12:16 PM IST
শুভা মুদগুল জানিয়েছেন, "কৃষ্ণ ভজন ছাড়াও সগুন-নির্গুণ ট্রাডিশনের ভজন, সুফি শোনাবারও ইচ্ছে আছে। আমি বহু বছর ধরেই কলকাতায় অনুষ্ঠান করে আসছি। কলকাতা সংস্কৃতির পীঠস্থান। আমার মনে আছে, আমার গুরু শ্রীমতি নয়না দেবীজি'র সঙ্গে আমি প্রথম কলকাতায় অনুষ্ঠান করতে আসি। সেই সময় মূলত আমি তানপুরায় সঙ্গত করেছিলাম। আর মাঝে মাঝে গুরুজী'র সঙ্গে গলা মিলিয়েছিলাম। কলকাতা আমায় আপন করে নিয়েছিল। সেই উষ্ণতা আজও কলকাতায় অনুষ্ঠান করতে এলে আমি অনুভব করি।" 'ভজন সন্ধ্যা'-য় শুভা মুদগলকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত অন্বেষ প্রধান, হারমোনিয়ামে থাকবেন পণ্ডিত সুধীর নায়েক এবং পারকাশনে থাকবেন সিদ্ধার্থ পদিয়ার।
ইতিমধ্যেই শুরু হয়ে টিকিটের যথেষ্ট চাহিদা আছে। 'সংষ্কৃতি সাগর' এর আগে এমন অনেক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে জন্মাষ্টমীর প্রাক্কালে এমন সুরেলা 'ভজন সন্ধ্যা' নিয়ে দর্শকের মনে আগ্রহের পারদ চড়ছে। অ্যালবামের পাশাপাশি সিনেমাতে শুভা মুদগলের গান শ্রোতাদের মন জয় করেছে ৷ 'আব কে সাওয়ান' থেকে শুরু করে 'আয়ি মোরে আঙ্গনা' গান আজও গুণগুণ করেন দর্শকরা ৷ তেমনই 'লাগা চুনরি মে দাগ', 'মথুরা নগরপতি' গানও দর্শকদের নিয়ে যায় অন্য জগতে ৷ এবার কলকাতায় ভজন গানে মধুর সন্ধ্যা কাটানোর অপেক্ষায় শহর কলকাতা ৷