পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নিরাশ করলেন না কিং খান, সোশাল মিডিয়ায় মজাদার কমেন্ট - SHAH RUKH KHAN

2 নভেম্বর শাহরুখ খানের 59তম জন্মদিন ছিল ৷ সোশাল মিডিয়ায় উপচে পড়েছিল শুভেচ্ছা বার্তা ৷ তারকা থেকে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় মজাদার কমেন্ট বাদশার ৷

Shah Rukh Khan
শাহরুখ খান (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 6, 2024, 1:27 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: চারদিন আগেই জীবনের আরও একটা বসন্ত পার করেছেন বলিউড বাদশা শাহরুখ খান ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মন্নতে অনেক অনুরাগী ভিড় জমান ৷ আবার সোশাল মিডিয়ায় তারকা থেকে ফ্যানেরাও শুভেচ্ছা জানান কিং খানকে ৷

পালটা উপহার বাদশার তরফেও ৷ হাজার ব্যস্ততার মাঝে মঙ্গলবার রাতে সময় বের করে তারকা-অনুরাগীদের সকল বার্তা শেয়ার করে ধন্যবাদ জানান শাহরুখ ৷ এক্স হ্যান্ডেলে উঠে আসে নানা মজাদার মন্তব্য ৷ যেমন নাইট রাইডার্স টিমের ক্যাপ্টেন গৌতম গম্ভীর শাহরুখকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা দেন ৷

সেখানে তিনি কিং অফ রোমান্সকে 25 বছর বয়সী যুবক হিসাবে সম্বোধন করেন ৷ সেই বার্তা শেয়ার করে শাহরুখ লেখেন, "আমি 25 বছরের?!! আমি ভাবলাম আরও কম হবে... হা..হা..ধন্যবাদ জিজি সকলের অনুপ্রেরণা হওয়ার জন্য , জীবনে সততা ধরে রাখার জন্য ৷ মাই ক্যাপ্টেন ফরএভার অ্যান্ড মোর ৷"

দক্ষিণী সুপারস্টার কমল হাসান জন্মদিনের শুভেচ্ছা জানান এসআরকে-কে ৷ সেই বার্তা শেয়ার করে শাহরুখ লেখেন, "ধন্যবাদ কমল হাসান স্যার ৷ সত্যিই এই বার্তা ভীষণ আনন্দের ও সম্মানের ৷ অনুপ্রেরণার জন্য আপনার পরবর্তী কাজ দেখার জন্য মুখিয়ে রয়েছি ৷ শুভেচ্ছা-ভালোবাসা ৷"

অভিনেতা টাইগার শ্রফের শুভেচ্ছা বার্তা শেয়ার করে বাদশা লেখেন, "শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ টাইগার ৷ অনেক ভালোবাসা ৷ আমি শরীরে অ্যাবস তৈরি নিয়ে কাজ করছি ৷ তোমার কাছে যেতে পারি বিশেষ পরামর্শের জন্য ৷"

কোরিয়োগ্রাফার রেমো ডি'সুজার পোস্ট শেয়ার করে বাদশা লেখেন, "ধন্যবাদ রেমো ৷ ব্রেক আর লেগ!!! আসলে ভুলেও নয় ৷ শরীরে যত্ন নিও ৷"

এছাড়াও অনুরাগীদের নানা পোস্ট শেয়ার করে বার্তা দেন বলিউড বাদশা কিং খান ৷

ABOUT THE AUTHOR

...view details