পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মেরিনড্রাইভে আনন্দে মাতোয়ারা টিম ইন্ডিয়া, গর্বিত বাদশা - SRK on team India victory parade - SRK ON TEAM INDIA VICTORY PARADE

SRK Special Message to Team India: টি-20 ওয়ার্ল্ডকাপজয়ী রোহিত শর্মাদের দেখতে বৃহস্পতিবার জনসমুদ্রে পরিণত হয়েছিল মুম্বইয়ের মেরিন ড্রাইভ ৷ বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে লাখো লাখো ক্রিকেটপ্রেমীদের ভিড় ছিল রাস্তায় ৷ বিশেষ এই ক্ষণ দেখে আবেগতাড়িত শাহরুখ খানও ৷ রোহিত ব্রিগেডদের দিলেন ভালোবাসাময় বার্তা ৷

SRK Special Message to Team India
টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা শাহরুখ খানের (ইটিভি ভারত)

By PTI

Published : Jul 5, 2024, 10:45 PM IST

মুম্বই, 5 জুলাই: আরব সাগরের তীরে যতদূর চোখ যায় ততদূর শুধুই সারিসারি কালো মাথা ৷ ক্রিকেটের প্রতি আবেগ ও ভালোবাসা বৃষ্টির বাধাকে তুচ্ছ করেছে ৷ ভারতীয় টিমের হাতে ওয়ার্ল্ডকাপ ট্রফির একঝলক দেখতে মরিয়া মেরিন ড্রাইভবাসী ৷ বাদশাহী শুভেচ্ছা এল মন্নত থেকেও ৷ সোশাল মিডিয়ায় আবেগঘন বার্তা শাহরুখ খানের ৷

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত দিল্লি থেকে মুম্বই, ভারতীয় ক্রিকেট টিমের গতিবিধির উপর নজর ছিল দেশবাসীর ৷ ভারতের মাটিতে বিশ্বকাপ আসতেই আবেগতাড়িত ক্রিকেটপ্রেমীরা ৷ টিভির পর্দায় সারাক্ষণ চোখ রেখে চলেছে সেই মুহূর্তের স্বাদগ্রহণ ৷ তালিকা থেকে বাদ যাননি আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানও ৷

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি এনে 'মেন ইন ব্লু' তারকাদের নাচ ও উচ্ছ্বাসে গা ভাসিয়েছেন তিনিও ৷ এক্স হ্যান্ডেলে বাদশা লেখেন, "ভারতীয় ক্রিকেট তারকাদের এই রকম আনন্দিত ও উচ্ছ্বসিত দেখে গর্বে বুক ভরে ওঠে ৷ একজন ভারতীয় হিসাবে সত্যিই এটা একটা দারুণ মুহূর্ত ৷ ক্রিকেটকে সাফল্যের যে উচ্চতায় তাঁরা নিয়ে গিয়েছেন তা আনন্দের ৷ তোমাদেরকে অনেক ভালোবাসা ৷ এখন তোমরা সারারাত ধরে এই আনন্দ উদযাপন করো ৷"

রোহিত ব্রিগেডদের পাশাপাশি এসআরকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই প্রধান জয় শাহকেও ৷ শাহরুখ লেখেন, "অভিনন্দন বিসিসিআই টিম ও জয় শাহকে ৷ পাশাপাশি, সেই সকল কর্মীদের যাঁরা নিরন্তরভাবে পর্দার পিছনে থেকে কাজ করে গিয়েছেন ৷ যাতে বিরাট টিম দারুণভাবে খেলার মাঠে নিজেদের সেরা পারফর্ম্যান্স দিতে পারেন ৷" তবে শুধু জওয়ান তারকা নয়, ক্রিকেট চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সকল তারকাই ৷ ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, সঞ্জনা সাংঘভি, অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট সকলেই শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমকে ৷

ABOUT THE AUTHOR

...view details