মুম্বই, 23 মে: ভালো আছেন বলিউড বাদশা ৷ বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেলেন পাঠান অভিনেতা ৷ পাশাপাশি, কেমন আছেন তিনি, স্বাস্থ্য সংক্রান্ত আপটেড সোশাল মিডিয়ায় জানান, ম্যানেজার পূজা দাদলানি ৷ বুধবার হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আমেদাবাদের হাসপাতালে ভরতি হল বলিউড সুপারস্টার ৷ তারপর তাঁর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন ভক্তরা ৷ তিনি ভালো আছেন জেনে, স্বস্তিতে অনুরাগীরা ৷
দাদলানি এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন, "সকল অনুরাগী ও শুভাকাঙ্খীদের জানানো হচ্ছে যে মিস্টার খান ভালো আছেন ৷ ধন্যবাদ আপনাদের সকলের ভালোবাসা, প্রার্থনা ও চিন্তার জন্য ৷" এই খবর সামনে আসার পর অনুরাগীরাও ধন্যবাদ জানিয়েছেন পূজাকে ৷ কেউ লিখেছেন, "ধন্যবাদ আপনাকে বাদশার স্বাস্থ্যের আপটেড দেওয়ার জন্য ৷" আবার কেউ লিখেছেন, "কিং খানের শরীর বেশিদিন খারাপ থাকতে পারে না ৷ আমরা তাঁকে আইপিএলের ফাইনালে মাঠে দেখতে চাই ৷"
মঙ্গলবার আমেদাবাদের তাপমাত্রা ছিল চরমে ৷ এদিন তাপমাত্রা ছিল 45.2 ডিগ্রি সেলসিয়াস ৷ বুধবার তা বেড়ে হয় 45.9 ডিগ্রি সেলসিয়াস ৷ ফলে এই দিন ছিল তাপপ্রবাহের সতর্কতা ৷ সেই দিন আবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল কেকেআর ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ ৷ ম্যাচের শেষ পর্যন্ত গ্যালারিতে তাঁকে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল ৷ তবে হিটওয়েভের কারণে ম্যাচ শেষে ডি-হাইড্রেশনের শিকার হন অভিনেতা ৷ আমেদাবাদের কেডি হাসপাতালে চলে তাঁর চিকিৎসা ৷ বৃহস্পতিবার বিকেলে কিং খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন বলে জানা গিয়েছে ৷
উল্লেখ্য, এর আগে অভিনেতার স্বাস্থ্যের কথা জানান অভিনেত্রী জুহি চাওলা ৷ তিনি অনুরাগীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন আগের থেকে অনেকটাই ভালো আছেন অভিনেতা শাহরুখ ৷ আইপিএল ফাইনালে চিপকে স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যাবে কিং খানকে ৷
আরও পড়ুন
- ডি-হাইড্রেশনের জেরে হাসপাতালে ভরতি শাহরুখ, কেমন আছেন এখন ?
- নাইটদের তাতাতে রবিবার চিপকে কি থাকবেন শাহরুখ! জানিয়ে দিলেন জুহি
- কলঙ্ক সিনেমায় আলিয়ার কাজকে স্বীকৃতি অস্কারের, দেখুন ভিডিয়ো