পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অনন্ত-রাধিকার বিয়েতে পাক ডিজাইনারের পোশাক পরে সমালোচনার শিকার সারা - Sara Ali Khan

Sara Ali Khan Faced Criticism on Social Media: মেগা বিয়ের অনুষ্ঠানে ফ্যাশনে একের পর এক গোল দিলেও সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী সারা আলি খান ৷ তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ সোশাল মিডিয়ায় সরব নেটিজেনরা ৷ কী এমন করলেন জরা হটকে জরা বাঁচকে অভিনেত্রী ?

Sara Ali Khan Criticism on Social Media
সারা আলি খান (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 10:19 PM IST

হায়দরাবাদ, 14 জুলাই: গায়ে হলুদ থেকে মেহেন্দি সেরেমনি কিংবা বিয়ে থেকে শুভ আশীর্বাদ, অম্বানিদের বিয়েতে সাজ-পোশাকে ভারতীয় ঐতিহ্য তুলে ধরেছেন অভিনেত্রী সারা আলি খান ৷ তাঁর ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট স্বাভাবিকভাবেই নজরে এসেছে অনুরাগী থেকে নেটিজেনদের ৷ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিলাসবহুল বিয়েতে অভিনেত্রীর সাজ ছিল সত্যিই নজরকাড়া ৷ এতকিছুর পরেও আচমকাই শনিবারের একটি ভিডিয়ো সামনে আসতেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন সইফ-কন্যা ৷

সমালোচনার সূত্রপাত, সারা আলি খানের পোস্ট করা একটি ভিডিয়ো থেকে ৷ যে ভিডিয়োতে দেখা গিয়েছে সবুজ রঙের আনারকলি চুড়িদার পড়ে একটি রিলস বানিয়েছেন অভিনেত্রী ৷ সাজের মাত্রা বাড়িয়ে দিয়েছে নানা রঙের একটি ভারী কাজ করা ওড়না ৷ সঙ্গে মানানসই সবুজ রত্ন বসানো কানের দুল ও মাথায় টিকা ৷ এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল ৷ সমস্যা দানা বাঁধে একটি ক্যাপশনকে কেন্দ্র করে ৷ এই ভিডিয়ো শেয়ার করে তিনি এই সাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন ফ্যাশন স্টাইলিস্ট তনয়া ঘাভরি, প্রাচী, ভিডিয়োগ্রাফার ঋষি ঠাকুর, হেয়ার স্টাইলিস্ট সঞ্জনা ঘেড়িয়া ও মেকআপ আর্টিস্ট রেশমা মার্চেন্টকে ৷

কিন্তু সুন্দর ডিজাইন করা আনারকলি চুড়িদার কে বানিয়েছেন, তাঁর নাম উল্লেখ করেননি অভিনেত্রী সারা ৷ আর তাতেই ক্ষেপেছেন অধিকাংশ নেটিজেন ৷ কারণ এই চুড়িদার ডিজাইন করেছেন পাকিস্তানের ডিজাইনার ইকবাল হুসেন ৷ তাঁর নাম উল্লেখ না-করায় চটেছেন অনেকেই ৷ এক নেটিজেন লিখেছেন, "দারুণ পোশাক ৷ কিন্তু সাহস রাখুন যিনি ডিজাইনার তাঁকে কৃতিত্ব দিতে ৷ তিনি পাকিস্তান, আমেরিকা, জাপান যে দেশেরই হোন না কেন ৷" আবার কেউ লিখেছেন, "যখন যে ডিজাইনারের পোশাক পরছেন তাঁকে ট্যাগ করার যদি ভদ্রতা যদি না থেকে থাকে, তাহলে তাঁদের পোশাক পরেন কেন? ভারতে ডিজাইনার নেই?"

কেউ আবার লিখেছেন, "পাকিস্তানি ডিজাইনারের নাম উল্লেখ করা উচিত ছিল ৷ তাঁদের স্পটলাইটে আনা উচিত ৷" এরপরেই অনেকে সোশাল মাধ্যমে সারা আলি খানের কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ৷ এখন দেখার, এই সমালোচনার কী জবাব দেন নবাব-কন্যা সারা আলি খান ৷

ABOUT THE AUTHOR

...view details