হায়দরাবাদ, 14 জুলাই: গায়ে হলুদ থেকে মেহেন্দি সেরেমনি কিংবা বিয়ে থেকে শুভ আশীর্বাদ, অম্বানিদের বিয়েতে সাজ-পোশাকে ভারতীয় ঐতিহ্য তুলে ধরেছেন অভিনেত্রী সারা আলি খান ৷ তাঁর ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট স্বাভাবিকভাবেই নজরে এসেছে অনুরাগী থেকে নেটিজেনদের ৷ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিলাসবহুল বিয়েতে অভিনেত্রীর সাজ ছিল সত্যিই নজরকাড়া ৷ এতকিছুর পরেও আচমকাই শনিবারের একটি ভিডিয়ো সামনে আসতেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন সইফ-কন্যা ৷
সমালোচনার সূত্রপাত, সারা আলি খানের পোস্ট করা একটি ভিডিয়ো থেকে ৷ যে ভিডিয়োতে দেখা গিয়েছে সবুজ রঙের আনারকলি চুড়িদার পড়ে একটি রিলস বানিয়েছেন অভিনেত্রী ৷ সাজের মাত্রা বাড়িয়ে দিয়েছে নানা রঙের একটি ভারী কাজ করা ওড়না ৷ সঙ্গে মানানসই সবুজ রত্ন বসানো কানের দুল ও মাথায় টিকা ৷ এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল ৷ সমস্যা দানা বাঁধে একটি ক্যাপশনকে কেন্দ্র করে ৷ এই ভিডিয়ো শেয়ার করে তিনি এই সাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন ফ্যাশন স্টাইলিস্ট তনয়া ঘাভরি, প্রাচী, ভিডিয়োগ্রাফার ঋষি ঠাকুর, হেয়ার স্টাইলিস্ট সঞ্জনা ঘেড়িয়া ও মেকআপ আর্টিস্ট রেশমা মার্চেন্টকে ৷