হায়দরাবাদ, 3 মে: অন্য ধারার ছবি বারবার দর্শকদের উপহার দিয়ে মনোরঞ্জন করে গিয়েছেন পরিচালকি সঞ্জয় লীলা বনশালি ৷ বড় পর্দার পর এবার তিনি পা রাখলেন ওটিটি প্ল্যাটফর্মে ৷ সদ্য মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সিরিজ 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার' ৷ মুক্তির পরেই দর্শক দরবারে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রশংসায় পঞ্চমুখ বিনোদন দুনিয়ার প্রথম সারির তারকারা ৷
মুম্বইয়ে সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, ভিকি কৌশল-সহ আরও অনেক তারকাই ৷ কেমন লেগেছে হীরামান্ডি? তারই প্রতিক্রিয়ার এখটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ নেটফ্লিক্সের তরফে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ যেখানে এই সিরিজ নিয়ে তারকাদের প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করা হয়েছে ৷
আলিয়া ভাট, এর আগে পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করেছেন 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে ৷ এবার তাঁকে দেখা যাবে পরিচালকের পরবর্তী 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে ৷ সিরিজকে নিয়ে অভিনেত্রী ভীষণ উচ্ছ্বসিত ৷ বহুদিন ধরেই এই সিরিজ অপেক্ষায় ছিলেন বলে জানান আলিয়া ৷ পরিচালকের শিল্পকলা এবার ওটিটির মাধ্যমে বিদেশের মাটিতেও সকলে দেখতে পাবেন, যা শিল্পী হিসাবে অনেক বড় পাওনা বলে মনে করেন তিনি ৷
অভিনেতা বিজয় বর্মা এই সিরিজকে অসাধারণ বলে উল্লেখ করেছেন ৷ অন্যদিকে, শান্তনু মহেশ্বরীও আগে 'গঙ্গুবাই' ছবিতে কাজ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ৷ নতুন এই কাজ দেখে মুগ্ধ তিনিও ৷ এই ধরনের ইউনিক বিষয় একমাত্র পরিচালক বনশালি সিনেপর্দায় তুলে আনতে পারেন বলে মন্তব্য তাঁর ৷