হায়দরাবাদ, 5 মে:সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয় চার অভিযুক্ত ৷ তাদের মধ্যে এক অভিযুক্ত অনুজ থাপনের পুলিশ হেফাজতে আত্মহত্যারঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷ এই ঘটনা মেনে নিতে পারেনি মৃত অনুজের পরিবার ৷ ইতিমধ্যেই পরিবারের তরফে বম্বে হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে বন্দি অবস্থায় জেলের ভিতর আত্মহত্যা করেছেন অনুজ ৷ সে কথা মানতে নারাজ মৃত অনুজের মা রীতা ৷ তাঁর দাবি, জেলে তাঁর উপর অত্যাচার করা হয়েছে ৷ সেই কারণেই ছেলে মৃত্যুর পথ বেছে নিয়েছে ৷
রীতা হাইকোর্টকে তার ছেলের মৃত্যুর তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। মামলায় দাবি করা হয়েছে, কারাগারে থাপনকে পুলিশ শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। পাশাপাশি, হাইকোর্ট যাতে অনুজ যেখানে বন্দি ছিল সেই সেলের সিসিটিভি ফুটেজ যাতে দেখায় তারও দাবি করা হয়েছে ৷
আবেদনকারী 24 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত গুলি চালানোর ঘটনায় তদন্তকারী পুলিশ কর্তৃপক্ষের কল ডেটা রেকর্ডিং (সিডিআর) সংরক্ষণের দাবি করেছিলেন। অনুজ থাপনের মৃত্যুর নতুন করে ময়নাতদন্তেরও অনুরোধ করা হয়েছে। অভিনেতা সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত চার অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ তাদের মধ্যে অনুজ থাপন ও সনু বিষ্ণোই ছিলেন অস্ত্রের কারবারি ৷ সাগর পাল ও ভিকি গুপ্ত গুলি চালিয়েছিলেন ৷ এদের সঙ্গে ওয়ান্টেডের তালিকায় রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার ভাই আনমোল বিষ্ণোই ৷
গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত থাপনকে 26 এপ্রিল পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে সোনু বিষ্ণোইকেও সঙ্গে গ্রেফতার করা হয় ৷ 29 এপ্রিল, পুলিশ থাপন-সহ সন্দেহভাজন চারজনকে বিশেষ আদালতে পেশ করলে তাদের 8 মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ৷ এরপর পয়লা মে ক্রাইম ব্রাঞ্চের কমিশনারেট বিল্ডিংয়ে অনুজ থাপনের আত্মহত্যার খবর সামনে আসে ৷