পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সিকন্দর' জুটির 'কিক' স্টার্ট, পর্দায় ফিরছে সলমন-সাজিদের ব্লকব্লাস্টার ছবি - Salman Khans Kick 2 - SALMAN KHANS KICK 2

Kick sequel:'সিকন্দর' ছবির শুটিং শেষ হলেই শুরু হবে 2014 সালে মুক্তি পাওয়া ব্লকব্লাস্টার হিট ছবির সিক্যুয়েল ৷

Kick sequel
আসছে 'কিক 2' (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 5, 2024, 9:54 AM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর: 'সিকন্দর' ছবির শুটিং এখনও শেষ হয়নি ৷ তারমধ্যেই নতুন প্রোজেক্টে সাইন করলেন সলমন খান ৷ সাজিদ নাদিয়াদওয়ালার পরবর্তী ছবির ঘোষণা সামনে আসতেই ভাইজানের জন্য খুশি অনুরাগীরা ৷ 'সিকন্দর' ছবির শুটিং সেটেই 'কিক' ছবির সিক্যুয়েলের কথা ঘোষণা করল প্রযোজনা সংস্থা ৷

এদিন সিকন্দর ছবির সেট থেকে সলমন খানের একটি ছবি শেয়ার করে প্রযোজনা সংস্থা ৷ ক্যাপশনে লেখা হয়, "সিকন্দরের সঙ্গে ফটো শুট করার মজাই আলাদা ৷ আসছে কিক 2 ৷ প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা ৷" 2014 সালে এই ছবির হাত ধরেই পরিচালনার জগতে পা রাখেন নাদিয়াদ ৷ অন্যদিকে, এই ছবি সলমন খানের প্রথম কোনও হিন্দি ছবি যা 200 কোটির ঘরে এন্ট্রি নেয় ৷

সলমনের বিপরীতে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজ, রণদীপ হুডা ও নওয়াজউদ্দিন সিদ্দিকীকে ৷ 2009 সালে মুক্তি পাওয়া দক্ষিণী ছবির রিমেক ছিল কিক ৷ দক্ষিণের ছবিতে হিরো ছিলেন রবি তেজা ৷ ছবির চিত্রনাট্যের পাশাপাশি, অসাধারণ গান বক্সঅফিসে সেই বছর ঝড় তুলেছিল ৷ অনুরাগীদের কাছে বিশেষ পাওনা ছিল সলমন খানের গলায় 'হ্যাংওভার' গান ৷

বর্তমানে সলমন খান 'সিকন্দর' ছবির শুটিংয়ে ব্যস্ত ৷ এই ছবি মুক্তি পাবে 2025 সালের ঈদে ৷ সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানা, সত্যরাজ, প্রতীক বব্বর ও কাজল আগরওয়ালকে ৷ ছবিটি পরিচালনা করছেন এআর মুরুগুদাস ৷ পাশাপাশি সলমন খান, ব্যস্ত রয়েছেন জনপ্রিয় রিয়েলিটি শো' বিগ বস'-এর শুট নিয়েও ৷ যা কার্লাস চ্যানেলে শুরু হবে 6 অক্টোবর থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details