পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পর্দার 'বিনোদিনী' রুক্মিণীর অনুরোধ রাখেন মুখ্যমন্ত্রী, আর কী বললেন অভিনেত্রী ? - RUKMINI MAITRA ON BINODIINI

23 জানুয়ারি মুক্তি পাচ্ছে 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'। সিনেমা মুক্তির আগেই নাম বদল স্টার থিয়েটারের ৷ কেরিয়ারে অন্যতম ছবি নিয়ে কী বললেন অভিনেত্রী ?

Etv Bharat
পর্দার 'বিনোদিনী' রুক্মিণী (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 1, 2025, 5:34 PM IST

Updated : Jan 1, 2025, 6:17 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: মুক্তির অপেক্ষায় রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'। 23 জানুয়ারি বড় পর্দায় আসছে রামকমলের প্রথম পূর্ণ দৈর্ঘের বাংলা ছবি। হাজির ছবির পোস্টার। 'বিনোদিনী থিয়েটার'-এ পোস্টারের ক্লাপস্টিক কাটা হয় এদিন।

হাজির ছিলেন ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সুরকার সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। রুক্মিণী এদিন 141 বছর আগেকার ইতিহাসে ফিরে গিয়ে বলেন, "বিনোদিনী দেবীর নামে সেদিন থিয়েটার হল হবে বলেও হয়নি। কথা ছিল 'বি থিয়েটার' হবে নাম। সেটাও হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা ছোট্ট অনুরোধ জানিয়েছিলাম যদি উনি 'স্টার থিয়েটার'-এর নাম 'বিনোদিনী থিয়েটার' করেন। সেটা যে উনি এত তাড়াতাড়ি করে দেবেন ভাবিনি। দিদিকে অসংখ্য ধন্যবাদ।"

রুক্মিণীর অনুরোধ রাখেন মুখ্যমন্ত্রী (ইটিভি ভারত)

'স্টার থিয়েটার'-এর 'বিনোদিনী থিয়েটার' হয়ে যাওয়ার ঘটনা ইতিহাসের পাতায় লেখা থাকবে তা বলাই বাহুল্য। আর তার সঙ্গে জড়িয়ে গেল রুক্মিণী মৈত্র এবং রামকমল মুখোপাধ্যায় সর্বোপরি, 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান' ছবির নাম।
রামকমল মুখোপাধ্যায় বলেন, "ইতিহাস হয়ে থাকাটা কারোর হাতে থাকে না। আর সিনেমা ইতিহাস হয়ে আছে এমন ঘটনা বেশ বিরল।"

এই ছবিতে গান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন না বিনোদিনী দাসী গান এবং অভিনয় দুইই করতেন। রামকৃষ্ণ পরমহংস দেবের স্নেহধন্যা ছিলেন তিনি। এই ছবিতে গানের দিকটি সামলেছেন সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। তাঁদেরও এই প্রথম কোনও ছবিতে সুরকার হিসেবে কাজ ৷ প্রসঙ্গত, এখনও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নারীকেন্দ্রিক কোনও ছবির পিছনে বিগ বাজেট রাখতে নারাজ।

সেই জায়গায় দাঁড়িয়ে রামকমলের পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেতা-প্রযোজক দেব। এর আগে কোনও নারীর বায়োপিক আসেনি বাংলা সিনেমায়। সেই সফরেও প্রথম সারির প্রথমে দাঁড়িয়ে রুক্মিণী। সব মিলিয়ে রুক্মিণী নিজের কেরিয়ারের অন্যতম এক সম্পদ হিসেবে দেখছেন 'বিনোদিনী'কে।

Last Updated : Jan 1, 2025, 6:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details