পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

এককালের দ্রৌপদী কি একালের কুন্তী? রামকমলের পরিচালনায় নতুন ছবিতে রূপার চরিত্র ঘিরে রহস্য - Ram Kamal Mukherjee movie

Draupadi in Mahabharat: মহাভারতের আইকনিক চরিত্র দ্রৌপদীর ভূমিকায় যাঁকে দেখা গিয়েছে এবার তাঁকেই নাকি দেখা যাবে কুন্তীর চরিত্রে ৷ অর্থাৎ রূপা গঙ্গোপাধ্যায়কে নাকি এবার কর্ণের মায়ের চরিত্রে দেখা যেতে পারে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে ৷

Etv Bharat
রামকমলের পরিচালনায় নতুন ছবিতে রূপার চরিত্র ঘিরে রহস্য

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 6:02 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি: 1988 সালে টেলিভিশনের পর্দায় আলোড়ন তুলেছিল একটি ধারাবাহিক, নাম মহাভারত ৷ আট থেকে আশি সকলেই মুখিয়ে থাকতেন এই ধারাবাহিক দেখার জন্য ৷ বি.আর চোপড়া প্রযোজিত ও পরিচালিত এই ধারাবাহিকে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তথা ধৃষ্টদ্যুম্ন ও শিখণ্ডীর বোন ও পাঞ্চালের রাজকুমারীর চরিত্রে দেখা গিয়েছিল বাঙালি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ৷ সেই চরিত্র আজও রয়ে গিয়েছে মানুষের মনের মণিকোঠায় ৷ এবার তাঁকে দেখা যাবে আরও এক পৌরাণিক চরিত্রে ৷ জানা গিয়েছে, এবার রূপা গঙ্গোপাধ্যায়কে দর্শক পেতে চলেছেন কুন্তীর ভূমিকায় ৷

পরিচালক রামকমল মুখোপাধ্যায় বানাচ্ছেন 'দ্রৌপদী'। আর সেখানেই নাকি, রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কুন্তীর ভূমিকায়। এই বিষয়ে ইটিভি ভারতকে পরিচালক বলেন, "আপাতত গুঞ্জন চলছে। এখনও কিছু স্থির হয়নি।" অন্যদিকে, এই বিষয়ে কোনও সাড়া মেলেনি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের তরফেও।

উল্লেখ্য, পৌরাণিক মহাকাব্য অনুযায়ী, মথুরার যাদববংশীয় রাজা শূরসেনের কন্যা কুন্তী ৷ তিনি বসুদেবের বোন, রাজা কুন্তীভোজের পালিতা কন্যা ৷ পাশাপাশি হস্তিনাপুরের রাজা পাণ্ডুর স্ত্রী ছিলেন কুন্তী ৷ বিয়ের আগে তিনি পুত্র সন্তান কর্ণের জন্ম দিয়ে, তাঁকে ত্যাগ করেন ৷ এরপর ইন্দ্রপ্রস্থের অধিপতি যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন তাঁর পুত্র। সৎ-পুত্র নকুল-সহদেব ৷ কুন্তীর প্রকৃত নাম পৃথা। কুন্তীকে পঞ্চসতীর একজন মনে করা হয়। ভাগবত পুরাণে তাঁর কাহিনী বর্ণিত হয়েছে।

সূত্রের খবর, ছবিতে দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। উল্লেখ্য, রামকমলের 'নটী বিনোদিনী' ছবিতেও বিনোদিনী দাসীর ভূমিকায় রয়েছেন তিনি। 'দ্রৌপদী'তে অন্যান্য গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করবেন রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ। ছবির প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং প্রমোদ ফিল্মস। কোন চরিত্রে আর কে আছেন তা এখনও পুরোটা জানা যায়নি। ছবির ফাইনাল ড্রাফটিং নাকি চলছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই রামকমল কলকাতায় আসবেন। এরপরেই জানা যাবে সবটা।

মার্চে শুটিং হওয়ার কথা ছিল 'দ্রৌপদী'র। কিন্তু ভোটের কারণে পিছিয়ে তা জুন মাসে নিয়ে যাওয়া হয়েছে। হায়দরাবাদ, মুম্বইতে হবে ছবির শুটিং। প্রতিভা রায়ের ‘যাজ্ঞসেনী’ অবলম্বনে তৈরি হবে এই ছবি। দ্রৌপদী হিসেবে রুক্মিণী নিজেকে কতটা প্রমাণ করেন সেটাই দেখার। পাশাপাশি, কুন্তীর চরিত্রে আইকনিক অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে আদৌ দেখা যা কি না, তা সময়ই বলবে ৷

আরও পড়ুন

1. এই পুজোয় ফের শিবু-নন্দিতা ধামাকা, আসছে 'বহুরূপী'

2.অভিনেতা বিশ্বনাথ বসুর ছেলেকে প্রস্রাব চেটে পরিষ্কার করার নিদান প্রতিবেশীর! দায়ের অভিযোগ

3.রাজনীতিতে ঋতুপর্ণা ? নির্বাচনে দাঁড়ানো নিয়ে অবস্থান স্পষ্ট করলেন টলি-কুইন

ABOUT THE AUTHOR

...view details