কলকাতা, 27 ফেব্রুয়ারি: 1988 সালে টেলিভিশনের পর্দায় আলোড়ন তুলেছিল একটি ধারাবাহিক, নাম মহাভারত ৷ আট থেকে আশি সকলেই মুখিয়ে থাকতেন এই ধারাবাহিক দেখার জন্য ৷ বি.আর চোপড়া প্রযোজিত ও পরিচালিত এই ধারাবাহিকে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তথা ধৃষ্টদ্যুম্ন ও শিখণ্ডীর বোন ও পাঞ্চালের রাজকুমারীর চরিত্রে দেখা গিয়েছিল বাঙালি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ৷ সেই চরিত্র আজও রয়ে গিয়েছে মানুষের মনের মণিকোঠায় ৷ এবার তাঁকে দেখা যাবে আরও এক পৌরাণিক চরিত্রে ৷ জানা গিয়েছে, এবার রূপা গঙ্গোপাধ্যায়কে দর্শক পেতে চলেছেন কুন্তীর ভূমিকায় ৷
পরিচালক রামকমল মুখোপাধ্যায় বানাচ্ছেন 'দ্রৌপদী'। আর সেখানেই নাকি, রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কুন্তীর ভূমিকায়। এই বিষয়ে ইটিভি ভারতকে পরিচালক বলেন, "আপাতত গুঞ্জন চলছে। এখনও কিছু স্থির হয়নি।" অন্যদিকে, এই বিষয়ে কোনও সাড়া মেলেনি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের তরফেও।
উল্লেখ্য, পৌরাণিক মহাকাব্য অনুযায়ী, মথুরার যাদববংশীয় রাজা শূরসেনের কন্যা কুন্তী ৷ তিনি বসুদেবের বোন, রাজা কুন্তীভোজের পালিতা কন্যা ৷ পাশাপাশি হস্তিনাপুরের রাজা পাণ্ডুর স্ত্রী ছিলেন কুন্তী ৷ বিয়ের আগে তিনি পুত্র সন্তান কর্ণের জন্ম দিয়ে, তাঁকে ত্যাগ করেন ৷ এরপর ইন্দ্রপ্রস্থের অধিপতি যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন তাঁর পুত্র। সৎ-পুত্র নকুল-সহদেব ৷ কুন্তীর প্রকৃত নাম পৃথা। কুন্তীকে পঞ্চসতীর একজন মনে করা হয়। ভাগবত পুরাণে তাঁর কাহিনী বর্ণিত হয়েছে।
সূত্রের খবর, ছবিতে দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। উল্লেখ্য, রামকমলের 'নটী বিনোদিনী' ছবিতেও বিনোদিনী দাসীর ভূমিকায় রয়েছেন তিনি। 'দ্রৌপদী'তে অন্যান্য গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করবেন রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষ। ছবির প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং প্রমোদ ফিল্মস। কোন চরিত্রে আর কে আছেন তা এখনও পুরোটা জানা যায়নি। ছবির ফাইনাল ড্রাফটিং নাকি চলছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই রামকমল কলকাতায় আসবেন। এরপরেই জানা যাবে সবটা।