পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ভজগোবিন্দ' খ্যাত রোহনের হাতে খড়ি হিন্দি সিনেমায় - ROHAAN BHATTACHARYA IN HINDI CINEMA

'ভজগোবিন্দ' খ্যাত অভিনেতার এবার বলিউড পাড়ি ৷ হিন্দি ছবিতে ডেবিউ রোহন ভট্টাচার্যের ৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য ৷

Etv Bharat
হিন্দি ছবিতে ডেবিউ রোহন ভট্টাচার্যের (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 21, 2024, 12:31 PM IST

কলকাতা, 21 নভেম্বর: বলিউডে পাড়ি জমাচ্ছেন বাংলার আরও এক তারকা ৷ হিন্দি ছবিতে ডেবিউ করতে চলেছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। বলিউডের নীরজ কবি এবং দিব্যা দত্তের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রোহনকে ৷ ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। এই মুহূর্তে কলকাতা শহরেই চলছে ছবির শুটিং।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির আউটডোর শুটিং সেরেছে ইউনিট। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এই ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে বাঙালি সেনা আধিকারিক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন। 2002 সালে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন তিনি। বীর অনির্বাণের বীরত্বের কাহিনির পাশাপাশি তাঁর বাবা-মায়ের জীবন কথাও তুলে ধরা হবে ছবিতে।

অনির্বাণের চরিত্রেই অভিনয় করছেন রোহন ভট্টাচার্য। তাঁর বাবা এবং মায়ের চরিত্রে রয়েছেন যথাক্রমে নীরজ কবি এবং দিব্যা দত্ত। কলকাতায় অনেক সিকিউরিটির মাঝেই চুটিয়ে চলছে শুটিং, ইটিভি ভারতকে জানালেন রোহন ভট্টাচার্য।
শহীদ অনির্বাণের সঙ্গে রোহনের চেহারার সাদৃশ্য থাকার কারণেই এই চরিত্রটি তিনি পেয়েছেন বলে খবর।

এই ছবির জন্য নিয়মিত জিম করা থেকে শুরু করে সেনা আধিকারিকদের সঙ্গে দেখা করা, তাঁদের কাছ থেকে সব খুঁটিনাটি জেনে নেওয়া— প্রকৃত অর্থে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় হিসেবে নিজেকে তৈরি করায় কোনও খামতি রাখছেন না রোহন। উল্লেখ্য, চরিত্রের প্রয়োজনে অনির্বাণের পরিবারের সঙ্গে নাকি কথাও বলেছেন অভিনেতা।

'ভজগোবিন্দ' থেকে শুরু করে 'কলের বউ', 'অপরাজিতা অপু', 'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিকের পাশাপাশি 'ডান্স ডান্স জুনিয়র' রিয়ালিটি শো-তে ভাসান বাপি হিসেবে দর্শকের মন জয় করেছেন রোহন। এ ছাড়াও 'জামাই বরণ', 'জাল', 'ব্ল্যাক মেইল', 'মন শুধু তোকে চায়', 'বাঘা যতীন' ছবিতে অভিনয় করেন তিনি। ঝুলিতে আছে একাধিক ওয়েব সিরিজ।

অন্যদিকে, পরিচালক ইন্দিরা একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়েছেন। যেগুলি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হয়েছে। তাঁর বানানো সাম্প্রতিক পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘পুতুল’। তবে এই প্রথমবার কোনও হিন্দি ফিচার ফিল্ম পরিচালনা করছেন পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details