পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ইডেনে কেকেআরের হয়ে গলা ফাটালেন ঋতুপর্ণা! একফ্রেমে জুহি-সুহানা-অনন্যা - Rituparna Sengupta at Eden - RITUPARNA SENGUPTA AT EDEN

Rituparna Sengupta: বৃষ্টিভেজা ইডেনে কেকেআরের জয়ের সাক্ষী থাকলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ মুম্বইকে হারিয়ে নাইট শিবিরের জয়ে আনন্দে আত্মহারা ঋতু ৷ একগাল হাসি নিয়ে গ্যালারিতে ম্যাচ তাড়িয়ে উপভোগ করলেন ৷ পাশাপাশি ইডেনে উপস্থিত শাহরুখ কন্যা সুহানা খান, জুহি চাওলা, চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে সেলফি তুললেন ৷

Rituparna Sengupta
ঋতুপর্ণা সেনগুপ্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 1:51 PM IST

কলকাতা, 12 মে: শনিবারের বিকেল। বৃষ্টির দাপটে কলকাতা নাজেহাল । গতকাল ইডেনে নিজের শহরের দলের খেলা দেখতে মাঠে হাজির হন ঋতুপর্ণা সেনগুপ্ত।

ইডেনে ঋতুপর্ণা (ইটিভি ভারত)

এদিন মাঠে আরও হাজির ছিলেন জুহি চাওলা, জয় মেহতা, শাহরুখ কন্যা সুহানা খান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর। ঋতুর শহরে ভিন রাজ্যের তারকাদের আগমনে খুশি টলিকুইন। টলিকুইনের সঙ্গে সেলফি তুলতেও ভুললেন না তারকারা ৷

নাইট শিবিরের জয়ে আনন্দে আত্মহারা ঋতু (ইটিভি ভারত)

গত 10 মে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'দাবাড়ু'। সেখানে সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রের মা করুণা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সাদামাটা আটপৌড়ে লুকে পর্দায় কামাল দেখিয়েছেন ঋতুপর্ণা।

ঋতু ও জুহি (ইটিভি ভারত)

শীঘ্রই আসছে তাঁর আরও বেশ কয়েকটি ছবি। যার মধ্যে কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের 'অযোগ্য' অন্যতম। প্রসেনজিৎ, ঋতুপর্ণা অভিনীত পঞ্চাশতম ছবি হতে চলেছে এটি। যা মহানায়ক-মহানায়িকার রেকর্ড ভাঙতে চলেছে। উল্লেখ্য, পয়লা বৈশাখ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল।

জুহি চাওলার স্বামী ও ছেলের সঙ্গে টলিকুইন (ইটিভি ভারত)

কিন্তু 2024 লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ছবি 'অযোগ্য' মুক্তির তারিখ। আগামী 7 জুন মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত সিনেমা। একইসঙ্গে পাইপলাইনে আছে 'আমার লবঙ্গলতা', 'ম্যাডাম সেনগুপ্ত', 'পুরাতন'।

শানায়া কাপুরের সঙ্গে ঋতু (ইটিভি ভারত)

সব মিলিয়ে সদা ব্যস্ত একটি নাম ঋতুপর্ণা সেনগুপ্ত। শুটিং থেকে ছবির প্রোমোশন সবকিছু নিয়ে একপ্রকাশ জিরোনোর সময়টুকু নেই তাঁর। এরই মাঝে মাঠে গিয়ে নিজের শহরের দলকে সমর্থন করতে ভুললেন না তিনি। সমর্থন করলেন এবং দল জিতেছেও গতকালের ম্যাচে।

বাঁ-দিক থেকে ঋতুপর্ণা, সুহানা ও অনন্যা (ইটিভি ভারত)

তাই আনন্দের সীমা নেই তাঁর। জুহির পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম মালিক জুহির স্বামী তথা দেশের খ্যাতনামা ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে ক্যামেরাবন্দি হলেন বাঙালি এই তারকা।

গ্যালারি থেকে ঋতুপর্ণা (ইটিভি ভারত)

আরও পড়ুন:

  1. ওয়াংখেড়ের পর ইডেনেও মুম্বই 'বধ' নাইটদের, প্রথম দল হিসাবে প্লে-অফে কোয়ালিফাই কেকেআরের
  2. ইডেনেও চলল ভেঙ্কটেশের ব্যাট, প্লে-অফের লক্ষ্যে 16 ওভারে দেড়শো পেরল নাইটরা
  3. বৃষ্টির সন্ধেয় চার হাত এক আদৃত-কৌশাম্বির, তারকা জুটির বিয়েতে হাজির 'মিঠাই' পরিবার

ABOUT THE AUTHOR

...view details