কলকাতা, 3 ফেব্রুয়ারি:বিশিষ্ট রান্নার লেখিকা তথা আকাশবাণী কলকাতার সঞ্চালিকা বেলা দে'র বায়োপিক নিয়ে হাজির হতে চলেছেন অনিলাভ চট্টোপাধ্যায় । এই প্রথম কোনও ফিল্ম বানাচ্ছেন তিনি । আর শুরুতেই নিজের ছবির নায়িকা হিসেবে বেছে নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে । সরস্বতী পুজোর দিনে 48তম বইমেলায় এসবিআই অডিটোরিয়ামে 'বেলা' ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরিচালক ।
এদিন হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, ভদ্রা বসু, রাজন্যা মিত্র, সৌরভ চক্রবর্তী-সহ ছবির সঙ্গে যুক্ত অন্যান্য কলাকুশলীরা । এই ছবিতে বেলা দে'র মায়ের চরিত্রে অভিনয় করেছেন ভদ্রা বসু এবং বাবার ভূমিকায় বিশ্বজিৎ চক্রবর্তী । দুই দাদার চরিত্রে অভিনয় করেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং দেবদূত ঘোষ । আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চরিত্রে দেবপ্রতীম দাশগুপ্ত । রয়েছেন মানসী সিনহা, বুলবুলি পাঁজা, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস, শ্রী ভট্টাচার্য, আরিয়ুন ঘোষ প্রমুখ । সঙ্গীতে রয়েছেন অরিজিৎ সিং, রণজয় ভট্টাচার্য, অমিত চট্টোপাধ্যায় ।
এই ছবিতে বেলা দে'র কিশোরী বয়স থেকে পুর্ণ বয়স অবধি তুলে ধরা হয়েছে । রান্নার লেখিকা তথা সঞ্চালিকা ছাড়াও তাঁর সাংসারিক জীবনও এই ছবিতে উঠে আসবে বলে জানা গিয়েছে ৷ পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় বলেন, "আমার এই ছবির প্রেরণা বেলা দে নিজেই । কিশোরী বয়স থেকে তাঁর অবসর এবং তাঁর স্বীকৃতি পাওয়ার গোটা জার্নিটা রয়েছে এই ছবিতে । আমার মনে হয়েছে এই চরিত্রটা ঋতুপর্ণার যে এতদিনের জার্নি, তাতে ওঁর মতো করে কেউ আর বেলা দে'র এতকালের জার্নি তুলে ধরতে পারতেন না । আর কিছুটা শুটিং বাকি আছে । তবে, খুব তাড়াতাড়িই আমরা ছবিটা দর্শকের দরবারে নিয়ে আসব ।"