কলকাতা, 21 ফেব্রুয়ারি: গুরুতর অসুস্থ প্রভাত রায় ৷ নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ পরিচালক। বুধবার সন্ধ্য়ায় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর অসুস্থতার খবর সম্পর্কে জ্ঞাত করেন কন্যাসম একতা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, গত ছ'দিন ধরে ফ্লু এবং শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একতা আরও জানান, কিডনিতে সমস্যার কারণে প্রভাত রায়ের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে। হাসপাতালের মেডিকেল টিমের পরামর্শে পরিচালককে বর্তমানে পরিচালককে আলিপুরের অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার প্রথম ডায়ালিসিসের পর বর্ষীয়ান পরিচালক এখন স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন প্রভাতের কন্যাসম।
একতা এদিন আরও লিখেছেন, "বাবি (একতা এই নামে ডাকেন প্রভাত রায়কে) তাঁর অসুস্থতার খবর গোপন রাখতে বলেছিলেন। তাই মিডিয়া হাউজ এবং শুভাকাঙখীদের কাছে খবরটি পৌঁছে দিতে পারিনি।" দিনকয়েকের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'। পরিচালকের অসুস্থতা সত্ত্বেও আপাতত আত্মজীবনী প্রকাশের দিন অপরিবর্তিতই রয়েছে বলে জানিয়েছেন একতা। কারণ, বইটির প্রকাশ নিয়ে নাকি খুবই ব্যাকুল কিংবদন্তি পরিচালক। আগামী 7 মার্চ 'ক্ল্যাপস্টিক' প্রকাশিত হওয়ার কথা।