পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মহুয়ার বায়োপিকে তাঁর চরিত্রে প্রথম পছন্দ কোন অভিনেত্রী? জানালেন রত্না ঘোষাল - Mahua Roychoudhury Biopic - MAHUA ROYCHOUDHURY BIOPIC

Ratna Ghoshal on Mahua Roy Chowdhury biopic: খুব শীঘ্রই শুরু হবে প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শুটিং ৷ পরিচালনায় সোহিনী ভৌমিক ৷ মহুয়ার অন্তরঙ্গ বন্ধু ছিলেন অভিনেত্রী রত্না ঘোষাল ৷ বায়োপিকে নিজের চরিত্রে কাকে চান, জানালেন রত্না ৷

Mahua Roy Chowdhury biopic
মহুয়ার রায়চৌধুরীর বায়োপিকে কি থাকবেন মানালি দে? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 2:05 PM IST

কলকাতা, 22 জুলাই: বড় পর্দায় আসছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক। রানা সরকারের প্রযোজনায় সোহিনী ভৌমিকের পরিচালনায় আসছে এই ছবি। তাঁর সিনেমায় আসা থেকে নাটকে অভিনয়, অভিনেতা তিলক চক্রবর্তীর সঙ্গে তাঁর পালিয়ে বিয়ে, নায়িকার সঙ্গে স্বামীর ভালোবাসা এবং ঝগড়ার সাক্ষী আরেক খ্যাতনামা অভিনেত্রী রত্না ঘোষাল। এমনকী মৃত্যুদিনেও নায়িকার পাশে ছিলেন তিনি ৷ বন্ধুর মৃত্যুবার্ষিকীতে তাঁকে ঘিরে নানান স্মৃতিকথা ইটিভি ভারতের প্রতিনিধিকে জানিয়েছেন অভিনেত্রী রত্না ৷

তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, সোহিনী ভৌমিকের আসন্ন মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে 'রত্না ঘোষাল' নামে কোনও চরিত্র থাকলে কাকে বাছবেন অভিনেত্রী? রত্না ঘোষাল কিছুক্ষণ ভেবে তাঁর চরিত্রে বেছে নেন অভিনেত্রী মানালি দে-কে। তিনি বলেন, "মানালির সঙ্গে আমার মুখের কিছুটা মিল আছে। আমার মতোই ফটফট করে কথা বলে। আমার মতোই তাড়াতাড়ি কথা বলে। ওকে মানাবে। যদিও এই ব্যাপারে আমার সঙ্গে কোনও কথা এখনও এগোয়নি রানা সরকারের।"

অভিনেত্রী আরও বলেন, "আমি রানাকে বলেছি ছবিতে যেন ওর জীবনের কোনও বিতর্কিত দিক তুলে না-ধরা হয়। তাহলে আমি নেই। কথা দিলে তা হলেই আমি মৌয়ের জীবনকাহিনি বলব। রানা বলেছে মৌ'য়ের জীবনের কোনও বিতর্কিত দিক তুলে ধরা হবে না ছবিতে। আমাকে ছবির গবেষক তাজুও (দেবপ্রতীম দাশগুপ্ত) একই কথা বলেছে।"

উল্লেখ্য, এই ছবিতে মহুয়া রায়চৌধুরীর জীবনের বিতর্কিত দিক বাদ দিয়ে বাকি সবটা উঠে আসবে বলে ইটিভি ভারতকেও জানিয়েছেন গবেষক দেবপ্রতীম দাশগুপ্ত। সাহেব', 'পারাবত প্রিয়া', 'অনুরাগের ছোঁয়া', 'দাদার কীর্তি', 'আদমি অউর অওরত' কমার্শিয়াল থেকে সমান্তরাল, সব ধরনের ছবিতেই মহুয়া রায়চৌধুরী ছিলেন সমান জনপ্রিয়। 1985 সালের 22 জুলাই মাত্র 26 বছর বয়সে অগ্নিদগ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহুয়া ৷

তারমধ্যেই প্রায় 80টি ছবিতে অভিনয় করেন তিনি। প্রায় প্রত্যেকটি সিনেমাই হিট। অভিনয়ের পাশাপাশি সিনেমায় তাঁর নৃত্যশৈলীও মুগ্ধ করে দর্শকদের ৷ সেই অভিনেত্রীকে এবার ফিরিয়ে আনা হচ্ছে পর্দায় ৷ ছবির প্রাথমিক নাম রাখা হয়েছে মহুয়া অভিনীত 'অনুরাগের ছোঁয়া' ছবির বিখ্যাত গান 'গুনগুন করে মন' গানের সঙ্গে মিলিয়ে 'গুনগুন করে মহুয়া' ।

ABOUT THE AUTHOR

...view details