পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'কিশোরী' কখনও 'কিছোরি', কখনওবা 'খিচুড়ি'- কী বলছেন গায়ক রথীজিৎ - KHADAAN MOVIE SONG KISORI

"দুই আড়াই বছরের বাচ্চাও গাইছে 'কিছোরি কিছোরি'। একজন তো 'খিচুড়ি'ও গাইছে। মানে এতটাই সবার মনে বাসা গড়েছে 'কিশোরী'।" বললেন সুরকার রথীজিৎ ৷

Kishori Song
'কিশোরী' গান নিয়ে আড্ডায় রথীজিৎ (ইটিভি ভারত/গানের পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 4, 2025, 12:36 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: 'খাদান' ঝড় বইছে শহরে। তারই সঙ্গে আট থেকে আশি মেতেছে 'কিশোরী' গানে। রিল বানিয়ে সোশাল মিডিয়া মাতানো থেকে থার্টি ফার্স্ট নাইটে পার্টি জমানো- এ বছর 'কিশোরী'রই জয়জয়কার। ওদিকে সম্প্রতি এক বিজ্ঞাপণেও কার্টুন আকারে জায়গা করে নিয়েছে 'খাদান' ছবির কিশোরী এবং তাঁর প্রেমিক। তা হলে কি 2025-এর পুজোও মাতাবে 'কিশোরী'? এই প্রশ্নের উত্তর দেওয়া থেকে সাম্প্রতিককালের বাংলা সিনেমার হাল হকিকত নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন 'কিশোরী'র কারিগর অর্থাৎ সুরকার, গায়ক রথীজিৎ ভট্টাচার্য।

ইটিভি ভারত: 'কিশোরী' এখন মুখে মুখে এবং নাচের তালে। ম্যাজিক ছিল নাকি কোনও?
রথীজিৎ: এরকম রোম্যান্টিক গান আগে কখনও বানানোর সুযোগ পাইনি আমি। ছবির প্রেক্ষাপট যেহেতু পুরুলিয়া, তাই দেব দা এবং ছবির পরিচালক আমাকে বলেছিলেন যেন পুরুলিয়ার মাটির কাছাকাছি নিয়ে আসা যায় গানটাকে। আমি সেটাই করার চেষ্টা করেছি। আর ম্যাজিক বলুন বা নতুনত্ব তা হল আমরা গানটাতে ধামসা, মাদলের মতো এমন সব ইন্সট্রুমেন্ট ব্যবহার করেছি যা কোনও ফিল্মি রোম্যান্টিক গানে ব্যবহার করা হয় না। সাধারণত 'ঝুমুর' বা 'লোকগান'-এই ব্যবহার করা হয় ৷ আমার মনে হয় সব মিলিয়ে একটা নতুন ব্যাপার ছিল বলে লোকের ভালো লেগেছে। গান বানানোর সময় বোঝা যায় না কোনটা মানুষের ভালো লেগে যাবে।

ইটিভি ভারত : তা হলে কি 'কিশোরী' এবারের পুজোও মাতাবে? কী মনে হয়?
রথীজিৎ: মানুষ বলবে, আপনারা বলবেন কী হতে চলেছে। গান তো শুধু পুজোরই না, সারা বছর ধরে চলে যদি সেটা জনপ্রিয়তা পায়। তবে একটা কথা বলতেই হবে, থার্টি ফার্স্ট-এর রাতে মানুষ পার্টি সং বাজাতে যেখানে অভ্যস্ত সেখানে এবার 'কিশোরী' চালিয়ে নেচেছে। এটা বড় প্রাপ্তি।

ইটিভি ভারত: রিলের বন্যাও তো বইছে।
রথীজিৎ: হ্যাঁ। তাই তো দেখছি। দুই আড়াই বছরের বাচ্চাও গাইছে 'কিছোরি কিছোরি'...। কথাও বলতে পারে না ঠিক করে। কিন্তু 'কিছোরি' গাইতে হবে তাকে। একজন তো 'খিচুড়ি'ও গাইছে। জাস্ট ভাবা যায় না। মানে এতটাই সবার মনে বাসা গড়েছে 'কিশোরী'। তবে, এর অংশীদার আমি একা নই। গানটা ঋতম অত্যন্ত সুন্দর লিখেছে। শুরুতেই 'আইলো আইলো আমারো সজনী...' লাইনটাতে আমি ঝুমুরের ছন্দ এনেছি।সুর নিয়ে খেলার জায়গা দিয়েছে আমাকে ঋতম। আর অন্তরার অমন মিষ্টি গলা। আমার খুব পছন্দ অন্তরার গলা। মনে হয়েছিল ওর গলাই ভালো লাগবে। প্রথমে গানটা পাঠিয়ে ওকে শুনতে বলি। তারপর পছন্দ হলে গেয়ে পাঠাতে বলি। ওর পছন্দ হয়, গেয়ে পাঠায় আমাদের। আর ব্যস।

ইটিভি ভারত: বাংলা সিনেমায় খুব কম 'রঙ্গবতী', 'টাপা টিনি', 'কিশোরী'র মতো গান আসছে। ফলে অন্যান্যগুলো মানুষ মনেও রাখছে না বেশিদিন। সুরকার হিসেবে কী মনে হয়?
রথীজিৎ: কোনওকালেই একটা ছবির সব গান হিট হত বলে আমার মনে হয় না। কিংবা কোনও শিল্পীরই সব গান হিট হয় না। আসলে কেউই ফর্মুলা মেনে গান বানায় না। তা হলে কোনও একটা হিট গানের ফর্মুলাই সব গানে ব্যবহার করা হত, আর সব গানই একইভাবে হিট হত। কোন গানটা কখন সবার ভালো লেগে যাবে তা বলা যায় না। এমনও হয়েছে 'কিশোরী' গানটা নিয়ে কাজ করার পর আড্ডা গল্পের সময়েও গুনগুন করে আমার এক বন্ধু গেয়ে উঠছে 'কিশোরী কিশোরী'। তার মানে সুরটা তার কানে বসে গেছে। এমনটা হলে গানটা হিট হওয়ার সম্ভাবনা থাকে।

ইটিভি ভারত: সারেগামাপা-তে এক ঝাঁক তরুণ তুর্কীদের নিয়ে সারাদিন কাটে আপনার। কতটা সম্ভাবনা দেখতে পান?
রথীজিৎ: প্রত্যেকের প্রতিভা আছে। নতুন গান পেতে শুরু করলে নিজেদের জায়গা করে নেবে। এই যেমন 'প্রজাপতি'-তে আমার সুরে অঙ্কিতা ভট্টাচার্য, 'খাদান'-এ 'রাধারানি' গানে অর্কদীপ মিশ্র আর 'রয়্যাল ফাইটার'-গানটি গেয়েছে বুলেট। প্রত্যেকেই নতুন এবং ভীষণ গুণী।

ইটিভি ভারত: রথীজিতের নতুন কী গান আসছে?
রথীজিৎ: আমার ছাত্রীর লেখা একটা গান নিয়ে আসছি। বাবাকে নিয়ে লিখেছে আমার ছাত্রী মার্টিনা চক্রবর্তী। এটা কোনও ছবির নয়, অরিজিনাল গান।

ABOUT THE AUTHOR

...view details