পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রেমদিবসে ভক্তদের জন্য ভালোবাসা উজাড় করে মিষ্টি ভিডিয়ো পোস্ট রশ্মিকার - রশ্মিকা মন্দানা

Rashmika Mandanna: রশ্মিকা মন্দানা সোশাল মিডিয়ায় একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করে তাঁর ভক্তদের প্রেমদিবসের শুভেচ্ছা জানিয়েছেন । এই বিশেষ দিনে তিনি তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ভালোবাসা জানান ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 3:37 PM IST

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: দক্ষিণের জগত পেরিয়ে এখন গোটা বিনোদনের জগতেই সবার খুব পছন্দের অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ তাঁর গ্ল্যামার ও অভিনয়ের অনুরাগী অগণিত ভক্ত ৷ সেই অনুরাগীদের জন্যই প্রেমদিবসে ভালোবাসা উজাড় করে দিলেন 27 বছরের অভিনেত্রী ৷ নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছোট ভিডিয়ো পোস্ট করে ভ্যালেনটাইনস ডে-তে ভক্তদের আন্তরিক ভালোবাসা জানিয়েছেন পুষ্পা স্টার ৷

বুধবার অ্যানিমালের অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে তাঁকে তাঁর হাত দিয়ে লাভ সাইন করতে দেখা গিয়েছে ৷ আর সেই ভালোবাসার অঙ্গভঙ্গির ছায়া গিয়ে পড়েছে মাটিতে ৷ ভিডিয়োটি পোস্ট করে তার ক্যাপশনে রশ্মিকা লিখেছেন, "হ্যাপি ভ্যালেনটাইনস ডে মাই লাভস ৷" এর পরে একটি লাল হৃদয়ের ইমোজিও দিয়েছেন অভিনেত্রী ।

একদিন আগেই রশ্মিকা তাঁর নো-মেকআপ লুকের একটি সেলফি পোস্ট করে অনুরাগীদের সামনে নিজের প্রকৃত সৌন্দর্য তুলে ধরেছিলেন রশ্মিকা মন্দানা ৷ ভক্তদের সঙ্গে কথা বলে তিনি তাঁর আসন্ন প্রজেক্টের কথাও জানিয়েছিলেন ৷ এছাড়াও ভালোবাসার দিনের জন্য তাঁর কী প্ল্যানিং, তাও শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷

এ দিকে, কর্মক্ষেত্রের দিকে নজর দিলে দেখা যায়, রশ্মিকার একাধিক ভাষায় বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য ব্যস্ত শেডিউল রয়েছে । সামনেই আসছে সুকুমার এবং অল্লু অর্জুনের সঙ্গে তাঁর ছবি পুষ্পা: দ্য রুল ৷ সেখানে আবারও তিনি শ্রীবল্লীর ভূমিকায় অভিনয় করবেন । আগের কিস্তিতে পুষ্পা: দ্য রাইজে তিনি এবং পুষ্পারাজ বিয়ে করেছিলেন ৷ ফলে পুষ্পা টু-তে কী হতে চলেছে, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে ৷ পুষ্পা টু ছাড়াও রশ্মিকার তেলুগু সিনেমা রেইনবো এবং দ্য গার্লফ্রেন্ড আসবে । এছাড়াও তাঁর হাতে রয়েছে চাভা নামে একটি হিন্দি চলচ্চিত্র ৷

আরও পড়ুন:

  1. দীপবীর থেকে রণলিয়া, ফিল্মের সেটেই প্রেমকাহিনি শুরু এই সেলেব জুটিদের
  2. প্রেমের মরশুম থেকে সরস্বতী পুজো ও বিয়েবাড়ি, ফুলের দামে হাত পুড়ছে আমজনতার
  3. সরস্বতীর আরাধনার দিনে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

ABOUT THE AUTHOR

...view details