হায়দরাবাদ, 10 ডিসেম্বর: সাফল্যের মাঝেও বিতর্ক পিছু নিয়েছে 'পুষ্পা 2'-র ৷ একদিকে প্রিমিয়ার শো পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্য়ুতে অভিযোগ দায়ের ৷ অন্যদিকে, ছবিতে খলনায়কের নামের সঙ্গে শেখাওয়াত পদবি যুক্ত থাকায় খেপেছে রাজপুত সম্প্রদায় ৷
এই ঘটনায় রাজপুত নেতা রাজ শেখাওয়াত 'পুষ্পা 2' ছবির নির্মাতাদের হুমকি দিয়েছেন ৷ ক্ষত্রিয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনেছেন তিনি ৷ এক্সহ্যান্ডেলে নিজের ক্ষোভ প্রকাশ করে রাজ শেখাওয়াত জানিয়েছেন, ছবিতে একজন ভিলেনের চরিত্রের নাম শেখাওয়াত রাখা অপমানজনক ক্ষত্রিয়দের কাছে ৷ এরপরেই ছবিতে খলনায়কের চরিত্রের নাম থেকে 'শেখাওয়াত' শব্দ সরানোর দাবি করা হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে, যদি তাদের দাবি নির্মাতারা না মানেন তাহলে করণি সেনারা উপযুক্ত ব্যবস্থা নেবে ৷