পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আচমকাই অসুস্থ থালাইভা, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি রজনীকান্ত - Rajinikanth admitted to Hospital - RAJINIKANTH ADMITTED TO HOSPITAL

Rajinikanth admitted to Hospital: শুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷

Rajinikanth admitted to Hospital
আচমকাই অসুস্থ থালাইভা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 6:25 AM IST

Updated : Oct 1, 2024, 6:58 AM IST

চেন্নাই, 1 অক্টোবর: শুটিংয়ের মাঝেই অসুস্থ রজনীকান্ত ৷ তড়িঘড়ি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দক্ষিণী সুপারস্টারকে ৷ জানা গিয়েছে, পেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ যদিও হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগেও আক্রান্ত হয়েছেন প্রবীণ অভিনেতা ৷ মঙ্গলবার সকালে তাঁর হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা শুরু হবে ৷

কী হয়েছে ?

সোমবার হঠাৎ করেই রজনীকান্তের স্বাস্থ্যের অবনতি হয় ৷ তারপরেই তাঁকে চেন্নাইয়ের থাউজেন্ড লাইটস এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । জানা গিয়েছে, প্রাথমিকভাবে পেটের সমস্যার জন্য তাঁকে চিকিৎসার হাসপাতালে ভর্তি করা হয় ৷ এর জন্য আজ একটি বড় পরীক্ষা করা হবে।

লোকেশ কানাগরাজের কুলির শুটিং চলছিল ৷ সেসময়েই অসুস্থ হয়ে পড়েন থালাইভা ৷ একাধিক রিপোর্ট এও জানিয়েছে, 73 বছর বয়সি রজনীকান্তকে নির্ধারিত মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । যদিও এখনও অভিনেতার পরিবার বা হাসপাতালের তরফ থেকে সরকারিভাবে কিছু জানা যায়নি ৷

একই সঙ্গে হৃদরোগ সংক্রান্ত সমস্যার কারণে একজন কার্ডিওলজিস্টের (হৃদরোগ বিশেষজ্ঞ) নেতৃত্বে আজ সকালে তাঁর বিভিন্ন ডাক্তারি পরীক্ষা করানো হবে । হাসপাতাল সূত্র বলছে, সুপারস্টারের অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ আশা করা হচ্ছে, চিকিৎসা শেষে দ্রুতই তিনি ঘরে ফিরবেন ।

এর আগে 2020 সালের ডিসেম্বরেও অসুস্থ হয়ে পড়েছিলেন রজনীকান্ত ৷ সেসময় এই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ 2021 সালেও চিকিৎসাধীন ছিলেন থালাইভা ৷ সেসময় তিনি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ৷ তবে জানা গিয়েছিল, তাঁর শরীরে রক্তসঞ্চালনে সমস্যা দেখা গিয়েছে ৷ ইনফ্র্যাক্ট টিসু ডেথের সমস্যা দেখা দিয়েছিল ৷ শরীরে কোনও কোনও জায়গায় পর্যাপ্ত রক্তসঞ্চালন হচ্ছিল না ৷ যদিও চিকিৎসার পর সেরে ওঠেন সুপারস্টার ৷

আরও পড়ুন:

Last Updated : Oct 1, 2024, 6:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details