পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে রাইমার 'মা কালী'র ওয়ার্ল্ড প্রিমিয়ার, উচ্ছ্বসিত ছবির টিম - RAIMA SEN MAA KAALI IFFI GOA

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, গোয়া'-তে হয়ে গেল 'মা কালী' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়াটা খুব সম্মানের, জানান গায়ক অনুরাগ হালদার ৷

Etv Bharat
রাইমার 'মা কালী'র ওয়ার্ল্ড প্রিমিয়ার (PR handout)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 27, 2024, 7:21 PM IST

কলকাতা, 27 নভেম্বর: '55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, গোয়া'-তে হয়ে গেল 'মা কালী' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। হাজির ছিলেন ছবির পরিচালক বিজয় ইয়েলাকান্তি, অভিনেতা অভিষেক সিং, ছবির গায়ক ও সঙ্গীত পরিচালক অনুরাগ হালদার, বিখ্যাত সঙ্গীত পরিচালক কুণাল ভার্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি বাবাকে হারিয়েছেন ছবির নায়িকা রাইমা সেন। সেই কারণেই গোয়াতে আয়োজিত ফিল্ম ফেস্টিভ্যালে হাজির থাকতে পারেননি অভিনেত্রী।

ছবির গায়ক অনুরাগ হালদার বলেন, "এই রকম একটি অনুষ্ঠানে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়াটা খুব সম্মানের। ছবির গানগুলো গেয়েছেন সোনু নিগম, কৈলাশ খের ও আমি। আশা করছি গান গুলো সবার খুব ভালো লাগবে। এই ছবিতে বাংলার অনেক ইতিহাস দেখানো হয়েছে। সেগুলো মানুষের মন কেড়ে নেবে।"

ছবির কাহিনীতে উঠে এসেছে 1946 সালে দেশ ভাগের ভয়াবহ পরিস্থিতি ৷ সেই সময় মানুষে মানুষে চরম ভেদাভেদ। বাংলার ঘটে গিয়েছে নৃশংস গণহত্যা ৷ ইতিহাসের পাতায় লেখা সেই সব কালো দিনের কথাই ছবির পর্দায় তুলে ধরছেন পরিচালক বিজয় ইয়েলাকান্তি ৷ প্রকাশ্যে এসেছে 'মা কালী' ছবির টিজার ৷ কুখ্যাত 'ডাইরেক্ট অ্যাকশন ডে'- আসলে কী তার সত্যতা তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক ৷ মুখ্য চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী রাইমা সেন ৷

দেশ ভাগের ফলে লাখ লাখ ছিন্নমূল পরিবার ভিটেমাটি ছাড়া হয়। অকথ্য অত্যাচারের শিকার হয়। সেই অত্যাচারেই একসময় নিশ্চিহ্ন হয়েছে জনৈক ঘোষ পরিবার। 'মা কালী'র গল্পের কেন্দ্রে সেই ঘোষ পরিবার। উল্লেখ্য, এই ছবিটির সঙ্গে নয়া নাগরিকত্ব আইন বা 'সিএএ'-র কাকতালীয় যোগ নিয়ে অনেকেই সরব ৷ তবে তা মানতে নারাজ রাইমা ৷

শুরু থেকেই এই ছবি ঘিরে বিতর্ক হয়েছে ৷ এমনকী, হুমকি ফোনও এসেছে রাইমার কাছে। অভিনেত্রী নিজেই ইটিভি ভারতকে জানিয়েছিলেন তাঁর পরিবারকেও ফোন করে হেনস্থা করা হয়। তাতে বেশ চিন্তায় পড়ে তাঁর পরিবার। বিজয় ইয়েলাকান্তি পরিচালিত ছবিতে রাইমার বিপরীতে রয়েছেন প্রাক্তন আইএএস অভিষেক সিং। ছবির শুটিং হিন্দিতে হয়েছে ৷ তবে, বাংলা ও তেলুগুর ডাবিং ভার্সনও মুক্তি পাওয়ার কথা।

ABOUT THE AUTHOR

...view details