কলকাতা, 14 অগস্ট: স্বাধীনতার দিন মধ্যরাতে নিরাপত্তার অধিকারের দাবিতে ও আরজি কর ঘটনার প্রতিবাদে রাজপথে নামছেন বাংলার মেয়েরা ৷ রাত দখল করবেন তাঁরা। আরজি করের ডাক্তারির ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে রাজ্যের কোণে কোণে। সুবিচারের আশায় গোটা রাজ্য। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মা বোনেরা থাকবেন রাস্তায়। এবার তাঁদের সমর্থনে বুধবার মুখ খুললেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
'আজ রাতের মিছিলকে আমার সমর্থন রইল', মেয়েদের রাত দখলে পাশে রচনা - Kolkata doctor rape murder case - KOLKATA DOCTOR RAPE MURDER CASE
Rachna on Kolkata doctor rape murder case: আরজি কর কাণ্ড নিয়ে মৌনতা ভাঙলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ ইটিভি ভারতকে জানালেন মেয়েদের রাত দখলের জমায়েতে তিনিও থাকবেন কি না ৷
By ETV Bharat Entertainment Team
Published : Aug 14, 2024, 7:52 PM IST
আরজি করের ঘটনা নিয়ে এতদিন কোনও বক্তব্য পেশ করেননি হুগলির সাংসদ রচনা । এই কারণে সামজিক মাধ্যমে জুন মালিয়া, সায়নী ঘোষদের সঙ্গে তাঁর উপরেও দাগিয়ে দেওয়া হয় 'লাপাতা লেডিস' তকমা। জুন মালিয়া এবং সায়নী ঘোষ সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন। জুন মালিয়া মুখ খুলেছেন ইটিভি ভারতেও। একইভাবে এদিন ইটিভি ভারতের কাছে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ইটিভি ভারতকে জানিয়েছেন, "আজকের রাতের প্রতিবাদী সভায় আমি শামিল হতে পারছি না। তবে, একজন মহিলা হিসেবে আরজি করের ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা বলব আমি। এর তীব্র সমালোচনা করছি আমি।"
বাংলার 'দিদি নম্বর ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "এই রাতের মিছিলটিকেও আমি সমর্থন করি। এর যথেষ্ট যুক্তি আছে। কারণ মহিলাদের নিরাপদ হতে হবে। সেই কারণেই এই জমায়েত মেয়েদের। শুধু বাংলাতে নয়। সারা ভারতবর্ষে মহিলাদের নিরাপদ হতে হবে। নির্ভয়া কাণ্ড-সহ একাধিক ঘটনার সাক্ষী আমরা। দেশ জুড়ে চলছে এহেন ঘৃণ্য অপরাধ। মহিলাদের নিরাপদ করার জন্য এই মিছিল। তাই আমি একে সমর্থন করি। আবারও বলব, আরজি করে যে ঘটনা ঘটে গেল তা অত্যন্ত নিন্দনীয়। সুবিচার চাই মেয়েটির। কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই অপরাধীর। তৃণমূল কংগ্রেস সেটাই চায়। আর তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুরুতেই সিবিআই তদন্তের কথা বলেছিলেন। আশা রাখব আসল অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে।"