পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিক্রমকে শুভেচ্ছা আর মাধবনের, কী বললেন দক্ষিণী সুপারস্টার ? - Madhavan wishes Vikram for Surjo - MADHAVAN WISHES VIKRAM FOR SURJO

Madhavan wishes Vikram for Surjo: বিক্রম চট্টোপাধ্যায়কে তাঁর আসন্ন বাংলা ছবি সূর্যের জন্য শুভেচ্ছা জানালেন আর মাধবন ৷ কী বলেছেন দক্ষিণী সুপারস্টার ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
বিক্রমকে শুভেচ্ছা আর মাধবনের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 12, 2024, 12:55 PM IST

Updated : Jul 12, 2024, 1:18 PM IST

কলকাতা, 12 জুলাই:আবারও বিক্রম চট্টোপাধ্যায়ের ছবি মুক্তির আগে তাঁকে শুভেচ্ছায় ভরালেন ভিন রাজ্যের সুপারস্টার । ববি দেওলের পর এবার শুভেচ্ছাবার্তা এল দক্ষিণী হিরো আর মাধবনের কাছ থেকে ।

বিক্রমকে শুভেচ্ছা আর মাধবনের (নিজস্ব ভিডিয়ো)

আগামী 19 জুলাই বড়পর্দায় মুক্তির পথে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত নতুন ছবি 'সূর্য'। ইতিমধ্যে ছবির গান মুক্তি পেয়েছে, ট্রেলারও হাজির । যা দেখে উৎসাহ ধরা পড়েছে দর্শকদের মধ্যে ৷ আর এবার ছবি মুক্তির আগেই দক্ষিণী সুপারস্টার আর মাধাবান শুভেচ্ছা জানালেন বিক্রমকে । উল্লেখ্য, এই একই গল্পে মালায়ালম ছবিতে অভিনয় করেছিলেন আর মাধাবান । সেই ছবির নাম ছিল 'মারা'। সুপারহিট হয়েছিল সেই ছবি ৷

সুপারস্টার আর মাধবন জানান, "মারা খুব স্পেশাল আমার জন্য । এবার এই একই গল্প নিয়ে বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে 'সূর্য'। আশা করছি সুপারহিট হবে বিক্রম অভিনীত এই ছবি । অফুরন্ত শুভেচ্ছা বিক্রম চ্যাটার্জিকে । প্রযোজনা সংস্থা ও পরিচালক শিলাদিত্য মৌলিককেও আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ।"

'পারিয়া'তে দারুণ সাফল্য পেয়েছেন বিক্রম । ওই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের ৷ এবার 'সূর্য' হিসেবে তাঁর সামনে আরেকটি কঠিন পরীক্ষা । পরিচালক শিলাদিত্য মৌলিকের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিতে বিক্রমের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকার ও দর্শনা বণিককে । উমার চরিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে ও দিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দর্শনা বণিককে । এর আগে মধুমিতা সরকার এবং বিক্রমকে এক জুটিতে পাওয়া গিয়েছে 'কুলের আচার' ছবিতে ।

Last Updated : Jul 12, 2024, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details