হায়দরাবাদ, 29 জুলাই:বিগত কয়েক মাস ধরে আল্লু অর্জুনের 'পুষ্পা 2' রয়েছে খবরের শিরোনামে ৷ ছবি মুক্তির তারিখ পিছনো থেকে পরিচালক সুকুমারের সঙ্গে অভিনেতার দ্বন্দ্ব নানা বিষয় উঠে আসে ৷ তবে সেই সব গুজবকে পিছনে ফেলে ফেরে শুরু হয়েছে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির শুটিং ৷ রামোজি ফিল্ম সিটিতে 27 জুলাই থেকে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আগামী মাসেই সেটে ফিরছেন আল্লু অর্জুন ৷
কিছুদিন আগেই ইউরোপে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন আল্লু ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই ৷ অন্যদিকে, 27 তারিখ অর্থাৎ শনিবার থেকেই বাকি থাকা ছবির নানা দৃশ্য অন্যান্য অভিনেতাদের নিয়ে শুট করতে ব্যস্ত পরিচালক সুকুমার ৷ জানা গিয়েছে, অগস্ট মাসের প্রথম সপ্তাহেই সেটে ফিরতে চলেছেন আল্লু ৷ নতুন এই শিডিউলে ছবির একাধিক বিশেষ দৃশ্য রয়েছে বলে জানা গিয়েছে ৷