পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রথমদিনেই 'পুষ্পা 2' ভাঙতে পারে অস্কারজয়ী ছবির রেকর্ড, লেখা হবে নতুন ইতিহাস - PUSHPA 2 DAY 1 PREDICTION

হাতে আর মাত্র দু'দিন ৷ তারপরেই ওয়ার্ল্ডওয়াইড মুক্তি পাচ্ছে 'পুষ্পা 2' ৷ অনুমান প্রথম দিনেই তৈরি হবে রেকর্ড ৷ ঢুকতে পারে 300 কোটির ঘরে ৷

Pushpa 2 Day 1 Prediction
ইতিহাস তৈরি করতে পারে 'পুষ্পা 2' (ফিল্ম পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 3, 2024, 4:35 PM IST

Updated : Dec 3, 2024, 4:47 PM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর:বছর শেষে বক্সঅফিসে তৈরি হতে চলেছে নতুন রেকর্ড ৷ নেপথ্যে আল্লু অর্জুনের পুষ্পা 2 ৷ অ্যাডভান্স বুকিং ও ট্রেড অ্যানালিস্টদের ভবিষ্যৎবাণী বলছে, এই ছবি বক্সঅফিসে নতুন ইতিহাস রচনা করতে চলেছে ৷ অনুমান করা হচ্ছে, ভারতীয় সিনেমার ইতিহাসে পুষ্পা 2 হতে চলেছে প্রথম ছবি যা প্রথমদিনেই 300 কোটির ক্লাবে ঢুকে যেতে পারে ৷

বিশ্বব্যাপী বক্স অফিস অনুমান

'পুষ্পা 2: দ্য রুল'কে ঘিরে শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছে ৷ বিশেষ করে ইউনাইটেড আরব আমিরশাহী (UAE), আমেরিকা ও ব্রিটেনে (UK)-এ প্রবাসী ভারতীয়র সংখ্যা বেশি ৷ ফলে সেই সব জায়গায় এই ছবির ডিমান্ড যথেষ্ট বেশি ৷ পুষ্পা রাজের চরিত্রে আল্লু অর্জুনকে আরও একবার পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া-সহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশন দুর্দান্ত হবে বলে মনে করা হচ্ছে ৷

ছবি বিশ্লেষকদের দাবি, পুষ্পা 2 অস্কারজয়ী পরিচালক রাজামৌলির 'আরআরআর' (2022) ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশন ভাঙতে পারে ৷ ওয়ার্ল্ড ওয়াইড আরআরআর প্রথমদিন আয় করেছিল 250 কোটি টাকা ৷ রিপোর্ট অনুযায়ী, গ্লোবালি পুষ্পা 2 আয় করতে পারে 300 কোটি টাকা ৷ যা ভারতীয় সিনেমায় নতুন বেঞ্চমার্ক তৈরি করবে ৷

ভারতে অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড

অ্যাডভান্স বুকিংয়ে আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিলের ছবির টিকিট যেভাবে বিক্রি হচ্ছে তা নিঃসন্দেহে নজরকাড়া ৷ 3 ডিসেম্বর যদি অ্যাডভান্স টিকিট বুকিং দেখা হয়, তাহলে প্রথমদিনের হিসাবে 50 কোটি টাকা ইতিমধ্যেই আয় হয়ে গিয়েছে ৷ প্রভাসের কল্কি 2898 এডির পর এটি দ্বিতীয় ছবি যা অ্যাডভান্স বুকিংয়ের মাইলস্টোন ছুঁতে পেরেছে ৷

প্রথমে অনুমান করা হয়েছিল, ভারতীয় বক্সঅফিসে ছবির আয় হবে 200 কোটি টাকা, যা ইতিহাস তৈরি করে দেবে ৷ তেলেগু ভার্সনের পাশাপাশি হিন্দি ভার্সনেও ছবির টিকিট যে হারে বিক্রি হচ্ছে, তা বক্সঅফিস প্রেডিকশন বদলে দিতে পারে৷ ইতিমধ্যেই বুক মাই শো-তে 1 মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গিয়েছে সব ভাষা মিলিয়ে ৷

অন্ধ্রপ্রদেশ সরকারের বিশেষ সহযোগিতা

ছবির বক্সঅফিস সাফল্যে বড় ভূমিকা গ্রহণ করেছে অন্ধ্রপ্রদেশ সরকারও ৷ পুষ্পা 2 ছবির জন্য স্পেশাল টিকিটের দাম বাড়ানো হয়েছে ৷ যে কারণে অভিনেতা আল্লু অর্জুনও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও ডেপুটি চিফ মিনিস্টার পবন কল্যাণকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ৷

Last Updated : Dec 3, 2024, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details