হায়দরাবাদ, 3 ডিসেম্বর:বছর শেষে বক্সঅফিসে তৈরি হতে চলেছে নতুন রেকর্ড ৷ নেপথ্যে আল্লু অর্জুনের পুষ্পা 2 ৷ অ্যাডভান্স বুকিং ও ট্রেড অ্যানালিস্টদের ভবিষ্যৎবাণী বলছে, এই ছবি বক্সঅফিসে নতুন ইতিহাস রচনা করতে চলেছে ৷ অনুমান করা হচ্ছে, ভারতীয় সিনেমার ইতিহাসে পুষ্পা 2 হতে চলেছে প্রথম ছবি যা প্রথমদিনেই 300 কোটির ক্লাবে ঢুকে যেতে পারে ৷
বিশ্বব্যাপী বক্স অফিস অনুমান
'পুষ্পা 2: দ্য রুল'কে ঘিরে শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছে ৷ বিশেষ করে ইউনাইটেড আরব আমিরশাহী (UAE), আমেরিকা ও ব্রিটেনে (UK)-এ প্রবাসী ভারতীয়র সংখ্যা বেশি ৷ ফলে সেই সব জায়গায় এই ছবির ডিমান্ড যথেষ্ট বেশি ৷ পুষ্পা রাজের চরিত্রে আল্লু অর্জুনকে আরও একবার পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া-সহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশন দুর্দান্ত হবে বলে মনে করা হচ্ছে ৷
ছবি বিশ্লেষকদের দাবি, পুষ্পা 2 অস্কারজয়ী পরিচালক রাজামৌলির 'আরআরআর' (2022) ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশন ভাঙতে পারে ৷ ওয়ার্ল্ড ওয়াইড আরআরআর প্রথমদিন আয় করেছিল 250 কোটি টাকা ৷ রিপোর্ট অনুযায়ী, গ্লোবালি পুষ্পা 2 আয় করতে পারে 300 কোটি টাকা ৷ যা ভারতীয় সিনেমায় নতুন বেঞ্চমার্ক তৈরি করবে ৷