পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভেঙে চুরমার 'কেজিএফ 2'-'আরআরআর' ছবির বক্সঅফিস, তিন নম্বরে 'পুষ্পা 2' - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

'কেজিএফ 2', 'আরআরআর' ছবির গ্লোবাল বক্সঅফিস কালেকশন ছাপিয়ে গেল আল্লু অর্জুনের 'পুষ্পা 2' ৷ ভারতে ছবির আয় পার 900 কোটি টাকা ৷

Etv Bharat
গ্লোবালি তিন নম্বরে 'পুষ্পা 2' (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 16 ডিসেম্বর:বক্সঅফিসে শিহরণ ফেলে দিয়েছে সুকুমার পরিচালিত, আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা 2: দ্য রুল' ৷ রেকর্ড-ব্রেকিং আয় থেকে শুরু করে বক্সঅফিসে অসাধারণ ছাপ, 2024 সালে ভারতীয় সিনেমার শক্তির প্রমাণ করে এই ছবি । আসলে 'পুষ্পা 2' সিনেমার ইতিহাস নতুন করে রচনা করছে ৷

  • 'পুষ্পা 2' বক্সঅফিস কালেকশন (একাদশতম দিন)

কম-বেশি 'পুষ্পা 2' ছবির আয় মিলিয়ে নতুন মাইলস্টোন তৈরি হচ্ছে প্রতিদিনই ৷ ইতিমধ্যেই ভারতে ছবির নেট কালেকশন অতিক্রম করে গিয়েছে 900 কোটি টাকায় ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী একাদশতম দিনে ছবির কালেকশন হয়েছে ভারতে 75 কোটি টাকা ৷ যার মধ্যে তেলুগু ভার্সন থেকে এসেছে 16 কোটি টাকা ও মেজর কালেকশন এসেছে হিন্দি থেকে প্রায় 55 কোটি টাকা ৷ বাকি আয় তামিলনাড়ু, কন্নড় ও মালয়লম থেকে এসেছে ৷ ফলে 'পুষ্পা 2'-র ঊর্দ্ধগামী দৌড়ে গ্লোবালি ছবির আয় পৌঁছে গিয়েছে 1300 কোটি টাকায় ৷

অন্যান্য ভাষার থেকে হিন্দি ভাষায় ছবির আয় সবচেয়ে বেশি ৷ শুধুমাত্র হিন্দিতেই ছবি আয়ের নেট কালেকশন দাঁড়ায় 500 কোটি টাকায় ৷ ফলে দ্রুততম এই আয় তোলার দিক থেকে 'পুষ্পা 2' পিছনে ফেলল শাহরুখ খানের 'জওয়ান' ছবিকে ৷

  • ওয়ার্ল্ডওয়াইড সাফল্য: পিছনে পড়ল 'কেজিএফ 2', 'আরআরআর'

গ্লোবালি 'পুষ্পা 2' ছাপিয়ে গিয়েছে 'আরআরআর' (1230 কোটি টাকা) ও 'কেজিএফ: চ্যাপ্টার 2' (1215 কোটি টাকা) ছবির কালেকশন ৷ বর্তমানে এই ছবি রয়েছে তৃতীয় স্থানে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে 'বাহুবলি 2' (1790 কোটি টাকা) ও প্রথম স্থানে রয়েছে আমির খানের 'দঙ্গল' (2070 কোটি টাকা) ৷ ছবির আয়ের গতি যে পরিমাণে বাড়ছে তাতে মনে করা হচ্ছে বছর শেষের আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে ফেলবে 'পুষ্পা 2' ৷

দিন/সপ্তাহ ভারতে নেট কালেকশন
প্রথম সপ্তাহ 725.8 কোটি টাকা
নবম দিন 36.4 কোটি টাকা
দশম দিন 63.3 কোটি টাকা
একাদশ তম দিন 75 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট 900.5 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক, মাইথিরি মুভি মেকার্স)

  • ভাঙল পুরনো রেকর্ড, তৈরি হল নতুন
  • গ্লোবালি কোনও ভারতীয় সিনেমার বিগেস্ট অপেনিং উইকেন্ড (750+ কোটি গ্রস)
  • ভারতীয় বক্সঅফিসে সিনেমার বিগেস্ট অপেনিং উইকেন্ড (600+ কোটি গ্রস)
  • প্রথম দিন বিগেস্ট অপেনিং ভারতে (209 কোটি গ্রস)
  • বিগেস্ট অপেনিং হিন্দি বক্সঅফিসে (70.30 কোটি টাকা নেট)
  • হিন্দি ভাষায় সবচেয়ে দ্রুত 500 কোটি আয় করা (মাত্র 10 দিনে)
  • 2024 সালের হাইয়েস্ট-গ্রসিং ভারতীয় সিনেমা (1292 কোটি টাকা মাত্র 10 দিনে)

আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের ছাপ বক্সঅফিসে?

অন্যদিকে, সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হন আল্লু অর্জুন ৷ নিম্ন আদালতে 14 দিনের জেল হেফাজতের নির্দেশের পর হাইকোর্টে তিনি 50 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পান ৷ এই ঘটনায় আল্লু অর্জুনের ব্যক্তিগত জীবনে যেমন প্রভাব পড়েছে তেমনই প্রভাব পড়েছে বক্সঅফিসেও ৷ এই ঘটনায় পুষ্পা 2 বক্সঅফিসে ইতিবাচক প্রভাব পড়ে ৷ রবিবার ছবির আয় বেড়ে যায় 18.48 শতাংশ ৷

যদিও এই ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করেছেন আল্লু অর্জুন ৷ সাংবাদিক সম্মেলনে অভিনেতা নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ৷ পাশাপাশি, ঘটনায় গুরুতর আহত নিহত মহিলার ছোট ছেলের চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

প্রসঙ্গত, আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাওহাদ ফাসিল অভিনীত 'পুষ্পা 2: দ্য রুল' ছবির বাজেট ছিল 500 কোটি টাকা ৷ তবে মাত্র কয়েকদিনের মধ্যেই ছবির আয় বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details