হায়দরাবাদ, 16 ডিসেম্বর:বক্সঅফিসে শিহরণ ফেলে দিয়েছে সুকুমার পরিচালিত, আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা 2: দ্য রুল' ৷ রেকর্ড-ব্রেকিং আয় থেকে শুরু করে বক্সঅফিসে অসাধারণ ছাপ, 2024 সালে ভারতীয় সিনেমার শক্তির প্রমাণ করে এই ছবি । আসলে 'পুষ্পা 2' সিনেমার ইতিহাস নতুন করে রচনা করছে ৷
- 'পুষ্পা 2' বক্সঅফিস কালেকশন (একাদশতম দিন)
কম-বেশি 'পুষ্পা 2' ছবির আয় মিলিয়ে নতুন মাইলস্টোন তৈরি হচ্ছে প্রতিদিনই ৷ ইতিমধ্যেই ভারতে ছবির নেট কালেকশন অতিক্রম করে গিয়েছে 900 কোটি টাকায় ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী একাদশতম দিনে ছবির কালেকশন হয়েছে ভারতে 75 কোটি টাকা ৷ যার মধ্যে তেলুগু ভার্সন থেকে এসেছে 16 কোটি টাকা ও মেজর কালেকশন এসেছে হিন্দি থেকে প্রায় 55 কোটি টাকা ৷ বাকি আয় তামিলনাড়ু, কন্নড় ও মালয়লম থেকে এসেছে ৷ ফলে 'পুষ্পা 2'-র ঊর্দ্ধগামী দৌড়ে গ্লোবালি ছবির আয় পৌঁছে গিয়েছে 1300 কোটি টাকায় ৷
অন্যান্য ভাষার থেকে হিন্দি ভাষায় ছবির আয় সবচেয়ে বেশি ৷ শুধুমাত্র হিন্দিতেই ছবি আয়ের নেট কালেকশন দাঁড়ায় 500 কোটি টাকায় ৷ ফলে দ্রুততম এই আয় তোলার দিক থেকে 'পুষ্পা 2' পিছনে ফেলল শাহরুখ খানের 'জওয়ান' ছবিকে ৷
- ওয়ার্ল্ডওয়াইড সাফল্য: পিছনে পড়ল 'কেজিএফ 2', 'আরআরআর'
গ্লোবালি 'পুষ্পা 2' ছাপিয়ে গিয়েছে 'আরআরআর' (1230 কোটি টাকা) ও 'কেজিএফ: চ্যাপ্টার 2' (1215 কোটি টাকা) ছবির কালেকশন ৷ বর্তমানে এই ছবি রয়েছে তৃতীয় স্থানে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে 'বাহুবলি 2' (1790 কোটি টাকা) ও প্রথম স্থানে রয়েছে আমির খানের 'দঙ্গল' (2070 কোটি টাকা) ৷ ছবির আয়ের গতি যে পরিমাণে বাড়ছে তাতে মনে করা হচ্ছে বছর শেষের আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে ফেলবে 'পুষ্পা 2' ৷
দিন/সপ্তাহ | ভারতে নেট কালেকশন |
প্রথম সপ্তাহ | 725.8 কোটি টাকা |
নবম দিন | 36.4 কোটি টাকা |
দশম দিন | 63.3 কোটি টাকা |
একাদশ তম দিন | 75 কোটি টাকা (সম্ভাব্য আয়) |
মোট | 900.5 কোটি টাকা |