পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'দশম অবতার'-এর পর ফের থ্রিলারে, নয়া অবতারে প্রসেনজিৎ-অনির্বাণ - Prosenjit Chatterjee New Movie - PROSENJIT CHATTERJEE NEW MOVIE

Prosenjit With Anirban in New Movie: দশম অবতার ছবির পর ফের একবার জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য ৷ চমকে দেওয়ার মতো চরিত্রে দেখা যাবে দুই তারকাকে ৷

Prosenjit With Anirban in New Movie
নয়া অবতারে প্রসেনজিৎ-অনির্বাণ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 11:47 AM IST

Updated : Jul 18, 2024, 12:33 PM IST

কলকাতা, 18 জুলাই: 'দশম অবতার'-এর পর আরও এক নতুন থ্রিলারে প্রসেনজিৎ-অনির্বাণ জুটি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর অফিসে হয়ে গেল 'প্রোডাকশন নম্বর: 171'-এর শুভ মহরৎ। উপস্থিত ছিলেন ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়-সহ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত সহ আরও অনেকে। থ্রিলার ধর্মী এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে।

পরিচালক রাহুল মুখোপাধ্যায় ইটিভি ভারতকে জানিয়েছেন, "বুম্বা দা আর অপা দি এখানে জুটিতে। একইভাবে প্রিয়াঙ্কা এবং অনির্বাণও এখানে জুটিতে থাকছেন। ক্রাইম থ্রিলার। তাই কারোর চরিত্র নিয়েই এখন কিছু বলতে পারব না আমি। শুটিং জুলাই মাসের শেষের দিকেই শুরু করার ইচ্ছা আছে।" এর আগে দশম অবতার ছবিতে এই জুটি বেশ জনপ্রিয় হয়েছে দর্শক মহলে ৷ আশা করা যায়, এই ছবির মধ্য দিয়ে সেই জনপ্রিয়তা আরও বাড়বে ৷ পাশাপাশি, দুই ভিন্ন চরিত্রে প্রসেনজিৎ-অনিবার্ণকে দেখে চমকে যাবেন দর্শকরা ৷ শোনা যাচ্ছে, চিত্রনাট্যে নাকি থাকছে বড় চমক !

এদিকে, এই ছবির মাধ্যমেই দর্শক ফিরে পাবেন 'বিবাহ অভিযান'-এর গণশা আর মালতীর জুটিকে। একইভাবে 'প্রাক্তন' জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-অপরাজিতা আঢ্যকেও পর্দায় পেতে চলেছেন দর্শক । প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের 'দশম অবতার'-এর দৌলতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যর কেমেস্ট্রিও দর্শকের মন কেড়েছে ৷ গুঞ্জন এই ছবিতে নাকি অধ্যাপকের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।

অন্যদিকে, আরও একবার পুলিশের উর্দি গায়ে চড়াবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে দুই তারকার চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না পরিচালক রাহুল ৷ এর আগে তিনি দর্শকদের উপহার দিয়েছেন 'দিলখুশ', 'কিশমিশ', 'দাদুর কীর্তি'র মতো সব ছবি। এবার তিনি ফিরছেন থ্রিলার ছবি নিয়ে, এমনটাই জানা গিয়েছে প্রযোজনা সংস্থার তরফে।

Last Updated : Jul 18, 2024, 12:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details