হায়দরাবাদ, 28 এপ্রিল: নব্বইয়ের দশকে তখন বাংলা সিনেমার পর্দা কাঁপাচ্ছেন এই দুই তারকা ৷ উত্তম-সুচিত্রার পর যে জুটিকে সিনেপ্রেমীরা ঢেলে ভালোবাসা দিয়েছেন তাঁরা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ সেই জুটির 50তম ছবি 'অযোগ্য' আসতে চলেছে সিনেপর্দায় ৷ নেপথ্যের কারিগর পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷
রবিবার সোশাল মিডিয়ায় আনলেন ছবির প্রথম পোস্টার ৷ ক্যাপশনে লিখলেন, "আমার তো গল্প বলা কাজ ৷ প্রসেনজিৎ- ঋতুপর্ণা 50 নট আউট ৷ শিগগিরি আসছে প্রথম গান । কবে কখন জানাচ্ছি ৷" ছবি মুক্তির তারিখ 7 জুন ৷ প্রসেনজিৎ-ঋতুপর্ণার পাশাপাশি পোস্টার শেয়ার করেছেন সঙ্গীত শিল্পী রণজয় ভট্টাচার্য ও অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ৷ প্রসেনজিৎ লিখেছেন, "প্রকাশ্যে অযোগ্য ছবির অফিসিয়াল পোস্টার ৷ আমার আর ঋতুপর্ণার 50তম ছবি ৷" ঋতুপর্ণাও লিখেছেন, "প্রসেনজিৎ-ঋতুপর্ণা 50 নটআউট ৷"
রণজয় লেখেন, "কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকের সঙ্গে আমার প্রথম কাজ। তাও আবার এই সুপারহিট জুটির রেকর্ড ব্রেকিং 50তম ছবিতে ! অসংখ্য ধন্যবাদ কৌশিকদা-কে এরকম একটি মাইলস্টোন ছবিতে আমাকে যুক্ত করার জন্যে। আমার গানের ওপর এতটা ভরসা, বিশ্বাস রাখার জন্য আর অনুপমদা এবং ইন্দ্রদীপদা-র মতো অভিজ্ঞ সিনিয়রের পাশাপাশি একই ছবিতে গান তৈরি করতে পারাটাও একটা বড় প্রাপ্তি।" অন্যদিকে, অভিনেতা অম্বরীশ লিখেছেন, "'লক্ষ্মী ছেলে', 'কাবেরী অন্তর্ধান', 'অর্ধাঙ্গিনী' ও 'অসুখ বিসুখ'-এর পর কৌশিক গাঙ্গুলীর সাথে আমার পঞ্চম ছবি 'অযোগ্য'। আসছে 7 জুন!"
উল্লেখ্য, 15 বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে বাংলা সিনেমায় জুটি হিসাবে ফেরেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা ৷ 2016 সালে মুক্তি পায় 'প্রাক্তন' ৷ তারপর তাঁদের দেখা গিয়েছে 2018 সালে মুক্তি পাওয়া কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'দৃষ্টিকোণ' ছবিতে ৷ 1994 সালে মুক্তি পাওয়া 'নাগপঞ্চমী' ছবির দিয়ে জুটি হিসাবে যাত্রা শুরু করেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা ৷ তারপর জুটি বেঁধে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা ৷ তালিকায় রয়েছে, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ', 'বাবা কেন চাকর', 'শুধু একবার বলো', 'মধুর মিলন', 'আশ্রয়', 'মাটির মানুষ', 'গুরু শিষ্য', 'মায়ের অধিকার', 'জবাব চাই'- এর মতো ছবি ৷