ETV Bharat / state

জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়া থেকে গ্রেফতার আরও 1 - FAKE PASSPORT CASE

জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়া থেকে আরও একজনকে গ্রেফতার করল লালবাজার ৷ মূল চক্রী মনোজ গুপ্তাকে জেরা করে তাঁকে গ্রেফতার করা হয় ৷

ETV BHARAT
জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়া থেকে গ্রেফতার আরও 1 (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2025, 4:10 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে মূল চক্রী মনোজ গুপ্তাকে জেরা করে আরও একজনকে গ্রেফতার করল লালবাজার । গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ধীরেন ঘোষ । তাঁকে নদিয়া জেলা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "এই ঘটনার তদন্ত চলছে । ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত আছে, তাদেরকেও গ্রেফতার করা হবে ।"

জানা গিয়েছে, ধীরেন ঘোষের থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র । মূলত তদন্তকারীদের দাবি, নদিয়ার মদনপুর এলাকায় আরও কয়েকজন এজেন্ট আছে । তারাও নকল পাসপোর্ট বানানোর ঘটনায় যুক্ত বলে দাবি তদন্তকারীদের । এর আগে, রাজ্যে পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায় অন্যতম অভিযুক্তকে গত রবিবার গ্রেফতার করে কলকাতা পুলিশ । ধৃতের নাম ছিল মনোজ গুপ্তা । তাঁকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা গ্রেফতার করেছিল ।

লালবাজার সূত্রের খবর, মনোজ গুপ্তা সীমান্তবর্তী এলাকায় থাকতেন ৷ তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নকল কাগজপত্র দিয়ে ভারতে ঢোকাতেন বলে অভিযোগ । মূলত তাঁর বিরুদ্ধে পুলিশ জানতে পেরেছে যে, অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধার নম্বর এক রেখে অন্যের নাম, ছবি, ঠিকানা দিয়ে তিনি তৈরি করতেন ভুয়ো আধার কার্ড । আর তার উপর ভিত্তি করে বানানো হত জাল পাসপোর্ট । মনোজের নিজস্ব কম্পিউটারেই বানানো হত জাল নথি । এর আগেও তাঁর খোঁজে দু'বার তল্লাশি চালিয়েছে পুলিশ । অবশেষে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় ।

ট্রাভেল এজেন্সিতে কর্মরত দীপঙ্কর নামে একজনকেও এর আগে গ্রেফতার করেছিল পুলিশ । এরপরে কলকাতা ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ মনোজ গুপ্তাকে গ্রেফতার করে । তাঁকে জেরা করেই ধীরেন ঘোষকে গ্রেফতার করা হয়েছে ৷ ধীরেনের সঙ্গে বাংলাদেশের কোনও সংগঠনের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ।

কলকাতা, 1 জানুয়ারি: জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে মূল চক্রী মনোজ গুপ্তাকে জেরা করে আরও একজনকে গ্রেফতার করল লালবাজার । গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ধীরেন ঘোষ । তাঁকে নদিয়া জেলা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "এই ঘটনার তদন্ত চলছে । ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত আছে, তাদেরকেও গ্রেফতার করা হবে ।"

জানা গিয়েছে, ধীরেন ঘোষের থেকে উদ্ধার হয়েছে একাধিক নথিপত্র । মূলত তদন্তকারীদের দাবি, নদিয়ার মদনপুর এলাকায় আরও কয়েকজন এজেন্ট আছে । তারাও নকল পাসপোর্ট বানানোর ঘটনায় যুক্ত বলে দাবি তদন্তকারীদের । এর আগে, রাজ্যে পাসপোর্ট কেলেঙ্কারির ঘটনায় অন্যতম অভিযুক্তকে গত রবিবার গ্রেফতার করে কলকাতা পুলিশ । ধৃতের নাম ছিল মনোজ গুপ্তা । তাঁকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা গ্রেফতার করেছিল ।

লালবাজার সূত্রের খবর, মনোজ গুপ্তা সীমান্তবর্তী এলাকায় থাকতেন ৷ তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নকল কাগজপত্র দিয়ে ভারতে ঢোকাতেন বলে অভিযোগ । মূলত তাঁর বিরুদ্ধে পুলিশ জানতে পেরেছে যে, অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধার নম্বর এক রেখে অন্যের নাম, ছবি, ঠিকানা দিয়ে তিনি তৈরি করতেন ভুয়ো আধার কার্ড । আর তার উপর ভিত্তি করে বানানো হত জাল পাসপোর্ট । মনোজের নিজস্ব কম্পিউটারেই বানানো হত জাল নথি । এর আগেও তাঁর খোঁজে দু'বার তল্লাশি চালিয়েছে পুলিশ । অবশেষে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় ।

ট্রাভেল এজেন্সিতে কর্মরত দীপঙ্কর নামে একজনকেও এর আগে গ্রেফতার করেছিল পুলিশ । এরপরে কলকাতা ও রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ মনোজ গুপ্তাকে গ্রেফতার করে । তাঁকে জেরা করেই ধীরেন ঘোষকে গ্রেফতার করা হয়েছে ৷ ধীরেনের সঙ্গে বাংলাদেশের কোনও সংগঠনের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.