ETV Bharat / technology

বছরের প্রথম দিনেই 16টি সূর্যোদয়-সূর্যাস্ত, সাক্ষী ওঁরা ! - SUNITA WILLIAMS

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা 72জন সদস্য 2024 শেষ হতেই চাক্ষুষ করলেন 16টি সূর্যোদয় এবং সূর্যাস্তের ৷ এই দলে রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ৷

Sunita Williams Welcomes New Year
মহাকাশে নতুন বছরের প্রথম সূর্য ওঠা দেখলেন সুনীতারা (ছবি বাঁদিকে NASA এবং ডানদিকে ISS)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 1, 2025, 4:01 PM IST

হায়দরাবাদ: নতুন বছরের প্রথম দিনেই 8 জোড়া সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে ফেললেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর ৷ বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তাঁরা ৷ সেখান থেকে তাঁরা নতুন বছরের অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকলেন ৷ তাঁদের সঙ্গে আরও 72 জন মহাকাশচারী মহাকাশের এই বিরল দৃশ্যের সাক্ষী রইলেন ৷ 2024 সাল শেষ হওয়ার পরেই ISS (International Space Station)-এর এক্স হ্যান্ডেলে টুইট করে এমনটাই জানানো হয়েছে ৷

বছরের শেষ দিনে মহাশূন্যে অঘটন! আকাশে আজ কালো চাঁদ

প্রসঙ্গত, প্রায় আট মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর । অন্যান্য উৎসব পালন করার মতো নতুন বছরও সেখানেই কাটালেন তাঁরা। এর আগে জন্মদিনও সেখানেই কাটিছেন ভারতীয় মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ৷ এবার ইংরাজি নববর্ষ পালন করলেন ৷ কিন্তু বছরের প্রথম দিনই কীভাবে একসঙ্গে 16টি সূর্যোদয়- সূর্যাস্তের সাক্ষী থাকা যায় ৷

এবার জেনে নেওয়া যাক কীভাবে বছরের প্রথম দিনই তাঁরা 8 জোড়া সূর্যাস্ত ও সূর্যোদয় দেখলেন ৷ পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে রয়েছে আর্ন্তজাতিক স্পেস স্টেশনে । এটি ঘণ্টায় প্রায় 28 হাজার কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছে । প্রতি 90 মিনিটে পৃথিবীকে এক বার করে প্রদক্ষীণ করছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি । সেই হিসেব অনুযায়ী এক দিনে 16 বার পৃথিবীর চারদিকে ঘুরতে সক্ষম মহাকাশ স্টেশনটি । সে কারণে মহাকাশ স্টেশনে উপস্থিত মহাকাশচারীরা দিনে 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান ।

অপেক্ষার অবসান, সফলভাবে SpaDeX উৎক্ষেপন করল ইসরো

নাসা সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুনিতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মীদের ক্রিসমাস উদযাপনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই সুনীতা উইলিয়ামস বলেন, "আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্বাগত বিশ্ববাসীকে ৷ আমরা যখন ক্রিসমাসের ছুটির জন্য একটি দুর্দান্ত সময় ৷ আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আমাদের 'পরিবারের' সকলের সঙ্গে এটি কাটাতে পারছি । এখানে আমরা সাতজন আছি এবং তাই আমরা একসাথে সঙ্গ উপভোগ করছি ক্রিসমাস ৷"

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেশ কয়েকটি সূর্যাস্ত ও সূর্যোদয়ের ছবি শেয়ার করেছেন । মহাকাশচারীদের এই দলে রয়েছেন ইভান ভ্যাগনার, ডন পেটিট, আলেকজান্ডার গরবুনভ এবং নিক হেগ ৷ দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা থেকে বোয়িং-এর স্টারলাইনার ক্যাপসুলে আইএসএস-এ লঞ্চ করেছে । সেই মহাকাশযান কিছু সমস্যা দেখা দেওয়ায় সুনীতারা সেখানেই আটকে পড়েছেন ৷ প্রায় 8 মাস তাঁরা সেখানে আটকে পড়েছেন ৷ 2025 সালের মার্চ মাসে পৃথিবীতে ফিরে আসতে পারেন তাঁরা ৷

বছরের শুরুতেই জেনে নিন এবার কতগুলি গ্রহণ, প্রথমটি কবে

হায়দরাবাদ: নতুন বছরের প্রথম দিনেই 8 জোড়া সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে ফেললেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর ৷ বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তাঁরা ৷ সেখান থেকে তাঁরা নতুন বছরের অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকলেন ৷ তাঁদের সঙ্গে আরও 72 জন মহাকাশচারী মহাকাশের এই বিরল দৃশ্যের সাক্ষী রইলেন ৷ 2024 সাল শেষ হওয়ার পরেই ISS (International Space Station)-এর এক্স হ্যান্ডেলে টুইট করে এমনটাই জানানো হয়েছে ৷

বছরের শেষ দিনে মহাশূন্যে অঘটন! আকাশে আজ কালো চাঁদ

প্রসঙ্গত, প্রায় আট মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর । অন্যান্য উৎসব পালন করার মতো নতুন বছরও সেখানেই কাটালেন তাঁরা। এর আগে জন্মদিনও সেখানেই কাটিছেন ভারতীয় মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ৷ এবার ইংরাজি নববর্ষ পালন করলেন ৷ কিন্তু বছরের প্রথম দিনই কীভাবে একসঙ্গে 16টি সূর্যোদয়- সূর্যাস্তের সাক্ষী থাকা যায় ৷

এবার জেনে নেওয়া যাক কীভাবে বছরের প্রথম দিনই তাঁরা 8 জোড়া সূর্যাস্ত ও সূর্যোদয় দেখলেন ৷ পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে রয়েছে আর্ন্তজাতিক স্পেস স্টেশনে । এটি ঘণ্টায় প্রায় 28 হাজার কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছে । প্রতি 90 মিনিটে পৃথিবীকে এক বার করে প্রদক্ষীণ করছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি । সেই হিসেব অনুযায়ী এক দিনে 16 বার পৃথিবীর চারদিকে ঘুরতে সক্ষম মহাকাশ স্টেশনটি । সে কারণে মহাকাশ স্টেশনে উপস্থিত মহাকাশচারীরা দিনে 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান ।

অপেক্ষার অবসান, সফলভাবে SpaDeX উৎক্ষেপন করল ইসরো

নাসা সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুনিতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মীদের ক্রিসমাস উদযাপনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই সুনীতা উইলিয়ামস বলেন, "আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্বাগত বিশ্ববাসীকে ৷ আমরা যখন ক্রিসমাসের ছুটির জন্য একটি দুর্দান্ত সময় ৷ আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আমাদের 'পরিবারের' সকলের সঙ্গে এটি কাটাতে পারছি । এখানে আমরা সাতজন আছি এবং তাই আমরা একসাথে সঙ্গ উপভোগ করছি ক্রিসমাস ৷"

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেশ কয়েকটি সূর্যাস্ত ও সূর্যোদয়ের ছবি শেয়ার করেছেন । মহাকাশচারীদের এই দলে রয়েছেন ইভান ভ্যাগনার, ডন পেটিট, আলেকজান্ডার গরবুনভ এবং নিক হেগ ৷ দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা থেকে বোয়িং-এর স্টারলাইনার ক্যাপসুলে আইএসএস-এ লঞ্চ করেছে । সেই মহাকাশযান কিছু সমস্যা দেখা দেওয়ায় সুনীতারা সেখানেই আটকে পড়েছেন ৷ প্রায় 8 মাস তাঁরা সেখানে আটকে পড়েছেন ৷ 2025 সালের মার্চ মাসে পৃথিবীতে ফিরে আসতে পারেন তাঁরা ৷

বছরের শুরুতেই জেনে নিন এবার কতগুলি গ্রহণ, প্রথমটি কবে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.