কলকাতা, 17 মে:7 জুন বড়পর্দায় আসছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'অযোগ্য'। এটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির 50 তম ছবি । ইতিমধ্যেই হাজির হয়েছে ছবির গান 'তুই আমার হবি'। আর তা বেশ সাড়া ফেলেছে জনতার মনে ।
কৌশিক গঙ্গোপাধ্যায় ঠিক করে রেখেছিলেন যে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবিটি তিনিই বানাবেন ৷ আর বানালেনও । যে ছবি নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়ছে । অপেক্ষার বাকি নেই বেশিদিন । 7 জুন বড়পর্দায় আসছে 'অযোগ্য'। কে কার অযোগ্য তা জানতে হলে দেখতে হবে ছবিটা । এখানে ত্রিকোণ প্রেমের সম্পর্ক দানা বেঁধেছে । সেই তিন নাগরিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ।
মান অভিমানের ঘন মেঘ কাটিয়ে 15 বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের হাত ধরে বাংলা ছবিতে জুটি হিসেবে ফেরেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা ৷ যদিও 2016 সালে মুক্তিপ্রাপ্ত 'প্রাক্তন' ছবির শেষে ঋতু-বুম্বার বিচ্ছেদই দেখিয়েছেন শিবু-নন্দিতা । এরপর তাঁদের আরও একবার দেখা গিয়েছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'দৃষ্টিকোণ' ছবিতে ৷
উল্লেখ্য, 1994 সালে মুক্তিপ্রাপ্ত 'নাগপঞ্চমী' ছবির মাধ্যমে টলিউডে জুটি গড়েন প্রসেনজিৎ-ঋতুপর্ণা ৷ এরপর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' থেকে 'বাবা কেন চাকর', 'শুধু একবার বলো', 'মধুর মিলন', 'আশ্রয়', 'মাটির মানুষ', 'গুরু শিষ্য', 'মায়ের অধিকার', 'জবাব চাই'-এর মতো নানা ছবি দিয়ে জুটি মজবুত করেন তাঁরা । টলিউডের একসময়কার বেহাল অবস্থার হাল ফেরান তাঁরাই । বলতে দ্বিধা নেই, উত্তম-সুচিত্রার পর আজ পর্যন্ত এমন জুটি তৈরি হয়নি টলিপাড়ায় । যে জুটির ছবির সংখ্যা আজ হাফসেঞ্চুরির পথে । আজ 17 মে বিকেলেই আসছে ছবির ট্রেলার ।
আরও পড়ুন:
- 'প্রাক্তন' প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'অযোগ্য' ছবি আনছেন কৌশিক, প্রকাশ্যে পোস্টার
- রামোজিতে হারিয়ে গিয়েছিল ছেলে, হায়দরাবাদই সেকেন্ড হোম বাংলার সুপারস্টারের
- 'অযোগ্য'র হাত ধরে সিলভার স্ক্রিনে বুম্বা-ঋতুর হাফসেঞ্চুরি