মুম্বই, 10 জুন: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস কেবল একজন জনপ্রিয় অভিনেত্রীই নন, বরং একজন দায়িত্বশীল মাও। আপাতত তিনি অস্ট্রেলিয়ায় তাঁর আসন্ন ছবি 'দ্য ব্লাফ'-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন । তবে তিনি একা নন, মাতৃত্বের প্রত্যেকটা অধ্যায় চুটিয়ে উপভোগ করতে মেয়ে মালতি ম্যারিকেও অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়েছেন । পিগি চপস তাঁর ব্যস্ত কর্মজীবনের মধ্যে ছোট্ট রাজকুমারীর জন্য সময় ঠিকই বের করে নিচ্ছেন ৷ তারই প্রমাণ মিলল সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা গ্লোবাল আইকনের ভিডিয়ো থেকে ৷
রবিবার সমুদ্র সৈকতে বেশ খানিকটা সময় মেয়ের সঙ্গে কাটিয়েছেন প্রিয়াঙ্গা । তারই টুকরো টুকরো কোলাজ তিনি তুলে ধরেছেন ওই ভিডিয়োতে ৷ ভিডিয়ো শুরুতেই মালতিকে বালি নিয়ে খেলতে দেখা যায় । ছোট ছোট হাতে বিভিন্ন জিনিসে বালি ভরে সমুদ্রের জলে ফেলতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কার মেয়ে। এছাড়া পরক্ষণে তাকে সৈকতে দৌড়তেও দেখা যায় । একা একা দৌড়ে সমুদ্রের দিকে অগ্রসর হয় মালতি ৷ মেয়ের এই কাণ্ডকারখানা নিয়ে ভিডিয়ো করে প্রিয়াঙ্কা ৷ তবে ভিডিয়ো করলেও মালতির দিকে কড়া নজর রাখেন 'সিটাডেল' অভিনেত্রী ৷ মেয়ে সমুদ্রের দিকে এগোতেই অন্যান্য মায়েদের মতো তার জামা ধরে টেনে আনেন তিনি ৷